প্রতীকী ছবি
‘লকডাউন’ অমান্য করার অভিযোগে রবিবার দুর্গাপুরের বিভিন্ন জায়গা থেকে ১৬ জনকে গ্রেফতার করে পুলিশ। সোমবার তাঁদের দুর্গাপুর আদালতে হাজির করানো হলে জামিন পেয়ে যান।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ‘লকডাউন’-এর সরকারি নির্দেশিকা অনেকেই মানছেন না বলে অভিযোগ রয়েছে। বাজারে ভিড় করা তো বটেই, রাস্তাঘাটেও আগের মতো অনেকে বেরিয়ে পড়ছেন। জরুরি প্রয়োজন ছাড়া, বাইরে বেরোলেই এতদিন সতর্ক করে ছেড়ে দেওয়া হত। স্থানীয় বাসিন্দাদের একাংশ জানান, তাতে কাজ না হওয়ায় গত দু’তিন দিন ধরে কড়া ব্যবস্থা নিতে শুরু করেছে পুলিশ। বিশেষ করে নাক-মুখ না ঢেকে বাইরে বেরনো যাবে না বলে রাজ্য সরকার নির্দেশিকা জারি করার পরে পুলিশের তৎপরতা আরও বেড়েছে।
সোমবারও সকাল থেকে বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশকে কড়া নজরদারি চালাতে দেখা গিয়েছে। কমিশনারেটের ডিসি (পূর্ব) অভিষেক গুপ্ত বলেন, ‘‘নাক-মুখ ঢেকে রাস্তায় বেরোতে হবে। ‘লকডাউন’ কোনও ভাবে অমান্য করা যাবে না। নির্দিষ্ট শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে সব জায়গায়। বিনা কারণে ঘর থেকে বেরোলে পুলিশ ব্যবস্থা নেবে।’’
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার বেনাচিতি বাজারে ভিড় হঠাতে পুলিশ লাঠি নিয়ে তেড়ে যায়। নিয়ম না মানা ব্যবসায়ীদের সতর্ক করে দেয়। ‘লকডাউন’ না মানায় শুক্রবার রাতে ডিএসপি টাউনশিপের দয়ানন্দ রোড এলাকা থেকে তিনটি মোটরবাইক-সহ সাত জনকে গ্রেফতার করে পুলিশ। তাঁরাও জামিন পেয়ে যান।