প্রতীকী ছবি।
একই দিনে করোনা আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যুতে চিন্তায় পড়েছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ব্লক স্বাস্থ্য দফতর। মৃতদের মধ্যে এক জন পূর্বস্থলী স্বাস্থ্যকেন্দ্রের কর্মী। প্রশাসনের কর্তাদের আশঙ্কা, সামনে এলাকার অন্যতম বড় উৎসব—কার্তিক পুজো। দুর্গাপুজোর পরেই যে ভাবে সংক্রমণ বেড়েছে, তাতে কার্তিক লড়াইয়ের আসরে করোনা রোখা নিয়ে চিন্তায় তাঁরা।
পূর্বস্থলী ২ ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, করোনা সংক্রমণে এলাকায় মোট ছ’জন মারা গিয়েছেন। ২০ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত ব্লকে আক্রান্ত হয়েছে ৫৩ জন। আক্রান্তদের তালিকায় রয়েছেন স্বাস্থ্য দফতরের চার কর্মী। এ ছাড়া, পূর্বস্থলী থানার এক আধিকারিক-সহ আক্রান্ত হয়েছেন তিন জন। তাঁদের মধ্যে মঙ্গলবার সকালে করোনা আক্রান্ত হয়ে বর্ধমানের একটি হাসপাতালে মৃত্যু হয়েছে ৭০ বছরের এক বৃদ্ধার। স্বাস্থ্য দফতরের এক কর্তার দাবি, এলাকার ব্লক স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত মাঝবয়সী এক জন ১০ অক্টোবর মৃদু উপসর্গ নিয়ে জেলার একটি হাসপাতালে ভর্তি হন। ১৫ অক্টোবর তিনি বাড়ি ফিরে আসেন। ১৭ অক্টোবর থেকে ফের তাঁর নাক-মুখ দিয়ে রক্ত বার হওয়ায় হাসপাতালে ভর্তি করানো হয়। মঙ্গলবার সন্ধ্যায় তিনি মারা যান। পূর্বস্থলী ২ ব্লক স্বাস্থ্য আধিকারিক প্রশান্ত সরকার বলেন, ‘‘করোনা আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। মানুষকে সচেতন করতে প্রচারে ব্যাপক জোর দেওয়া হচ্ছে।’’ পূর্বস্থলী ২-এর বিডিও সৌমিক বাগচি বলেন, ‘‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আমাদের চেষ্টার অন্ত নেই। প্রয়োজনে প্রচার আরও বাড়ানো হবে।’’
পূর্বস্থলী ২ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তপন চট্টোপাধ্যায় জানান, প্রতিবার কার্তিক পুজোয় বহু মানুষের সমাগম হয়। বর্তমান পরিস্থিতিতে ভিড় বাড়লে বিপদও বাড়বে। পুলিশকে বলা হয়েছে, যাবতীয় ব্যবস্থা নেওয়ার জন্য। উদ্যোক্তাদেরও অনুরোধ করব, শুধুমাত্র বিধি মেনে পুজোটুকুই করুন।