COVID19

ভাতারের স্কুলে ‘অক্সিজেন পার্লার’

শুক্রবার ওই প্রকল্পের উদ্বোধন করেন বিধায়ক মানগোবিন্দ অধিকারী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ভাতার শেষ আপডেট: ০৫ জুন ২০২১ ০৫:৫০
Share:

উদ্বোধনের পরে। নিজস্ব চিত্র।

করোনা আক্রান্ত হলে অনেক ক্ষেত্রে শরীরে অক্সিজেনের মাত্রা স্বাভাবিকের তুলনায় কমে যাচ্ছে। অসুবিধা হচ্ছে শ্বাস নিতে। এ ধরনের রোগীদের জন্য ‘অক্সিজেন পার্লার’ চালু হয়েছে ভাতার মাধব পাবলিক হাইস্কুলে। জেলার প্রধান শিক্ষকদের একটি সংগঠনের সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা। বিনামূল্যেই পরিষেবা মিলবে, জানান তাঁরা।

Advertisement

শুক্রবার ওই প্রকল্পের উদ্বোধন করেন বিধায়ক মানগোবিন্দ অধিকারী। ছিলেন পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ মহেন্দ্র হাজরা বিধায়ক বলেন, ‘‘খুব ভাল উদ্যোগ। তবে সব সময়ে চিকিৎসকের পরামর্শ ও প্রশিক্ষিত লোকের মাধ্যমে কাজ করতে হবে।’’ যথাযথ ভাবে জীবাণুনাশক ছড়ানোর ব্যবস্থা ও যাবতীয় স্বাস্থ্য-বিধি পালনেরও পরামর্শ দিয়েছেন তিনি। ভাতার স্টেট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নার্সের ব্যবস্থা করার বিষয়েও আশ্বাস দিয়েছেন। আমারুন স্টেশন শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক তথা ওই সংগঠনের জেলা সম্পাদক স্বপনকান্তি চৌধুরীর দাবি, ‘‘অক্সিজেনের অভাবে অনেকে মৃত্যুর কাছে পৌঁছে যাচ্ছিলেন। সংগঠনের তরফে কোভিড কেয়ার ইউনিট গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। রায়নার মাছখাণ্ডা হাইস্কুলেও অক্সিজেন পার্লার চালু হয়েছে।’’ তিনি জানান, চারটি শয্যা নিয়ে অক্সিজেন পার্লার চালু করা হয়েছে। সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিষেবা মিলবে। অক্সিজেন কন্সেন্ট্রেটর, পালস্‌ অক্সিমিটারের মতো নানা যন্ত্রও থাকবে সেখানে। উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement