এক আইনজীবীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে বর্ধমান থানায়। বর্ধমান আদালতের ওই আইনজীবীর বিরুদ্ধে বধূ নির্যাতনের মামলাও রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এ মাসেই রাজারহাটের বাসিন্দা অভিজিৎ ঘোষাল অভিযোগ করেন, বর্ধমান আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা চলছিল তাঁর। কিন্তু বিরোধী পক্ষের আইনজীবীর সঙ্গে হাত মিলিয়ে ওই আইনজীবী ক্রমাগত তাঁকে ভুল পথে নিয়ে গিয়েছেন। ওই আইনজীবীর পরামর্শে তিনি উচ্চ আদালতেও আবেদন করতে পারেননি। অভিজিৎবাবুর কথায়, “আমেরিকায় থাকার সময় কলকাতার একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসকের সঙ্গে বিয়ে হয়। আমার স্ত্রী বর্ধমানে বিবাহ বিচ্ছেদের মামলা রুজু করেন। আইনজীবী এ ভাবে ঠকাবে বুঝতে পারিনি।” তাঁর আরও দাবি, ওই আইনজীবী সময় পেরিয়ে যাওয়া চেকের তারিখে জালিয়াতি করে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে টাকা তুলে নিয়েছেন। বর্ধমান থানার দাবি, নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। ওই আইনজীবী আদালতে আগাম জামিনের আবেদন করেছেন বলেও পুলিশ সূত্রের দাবি।