Onion

পেঁয়াজের বীজে প্রতারণার নালিশ

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কালনা শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২০ ০০:০১
Share:

প্রতীকী ছবি।

দীর্ঘদিন ধরে কালনা মহকুমায় উদ্যান পালন বিভাগের দায়িত্বে ছিলেন পলাশ সাঁতরা। বর্তমানে তিনি নদিয়া জেলায় কর্মরত। পলাশবাবুর দাবি, এক বছরের পুরনো পেঁয়াজের বীজ হলে অঙ্কুরোদগম হয় ৬৫ থেকে ৭৫ শতাংশ। দু’বছরের পুরনো হলে তা কমে দাঁড়ায় ৩০ শতাংশে। আরও পুরনো হলে সাধারণত অঙ্কুর বার হয় না। তাঁর দাবি, ‘‘অনেক সময়ে একই রকম দেখতে পাটবীজ সিদ্ধ করে অথবা কালো জিরে পেঁয়াজের বীজের সঙ্গে মিশিয়ে বিক্রি করা হয়। বিষয়টি পরীক্ষা না করা পর্যন্ত বলা সম্ভব নয়।’’ পুলিশ জানিয়েছে, ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement