দু’বাড়ির অশান্তি, জখম ৮

পুলিশ জানায়, গ্রামের দাসপাড়ায় গণেশ দাস ও নিতাই দাসদের বাড়ি। বাড়ি ভাগ হওয়ার পরে সীমানা নিয়ে দু’পক্ষের প্রায়ই অশান্তি হত। বছর পাঁচেক আগে গণেশ দাস বাড়িতে সাবমার্সিবল বসান ও নিকাশি নালা তৈরি করান। তখন থেকে অশান্তি আরও বাড়ে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কেতুগ্রাম শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৯ ০১:০৩
Share:

প্রতীকী চিত্র।

নিকাশি নালার জল বার করা নিয়ে দু’টি পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটল। শনিবার কেতুগ্রামের আগড়ডাঙা গ্রামের ঘটনা। দু’পক্ষই লাঠি, রামদা নিয়ে একে অপরের উপরে চড়াও হয় বলে অভিযোগ। দু’পক্ষের আট জন জখম হয়েছেন। তাঁদের মধ্যে এক মহিলা-সহ পাঁচ জনকে প্রথমে কেতুগ্রাম ব্লক হাসপাতালে, পরে কাটোয়া মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করানো হয়। কেতুগ্রাম থানা জানায়, এই ঘটনায় দু’পক্ষের মোট চার জনকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

পুলিশ জানায়, গ্রামের দাসপাড়ায় গণেশ দাস ও নিতাই দাসদের বাড়ি। বাড়ি ভাগ হওয়ার পরে সীমানা নিয়ে দু’পক্ষের প্রায়ই অশান্তি হত। বছর পাঁচেক আগে গণেশ দাস বাড়িতে সাবমার্সিবল বসান ও নিকাশি নালা তৈরি করান। তখন থেকে অশান্তি আরও বাড়ে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

গণেশবাবু জানান, দিন কয়েক আগে তাঁর তুতো ভাই নিতাইবাবুরা নালার মুখে মাটি ফেলায় বিপত্তি বাধে। তাঁর অভিযোগ, এ দিন সকাল ৮টা নাগাদ আচমকা নিতাইবাবু ও তাঁর পরিবারের লোকজন শাবল, রামদা হাতে তাঁদের উপরে চড়াও হন। অভিযোগ অস্বীকার করেছেন নিতাইবাবু, তাঁর ভাইপো বিদ্যাসাগর দাসেরা। কলেজ ছাত্র বিদ্যাসাগরের অভিযোগ, ‘‘আমাদের বাড়ির জায়গা দিয়েই তুতো কাকারা জল বার করছিলেন। আমরা কিছু নির্মাণকাজ করব বলে উঠানে মাটি ফেলেছিলাম। ওঁদের নিকাশি নালা ঘুরিয়ে নিতে বলি। তার পরেই ওঁরা আমাদের উপরে হামলা চালান। রড মেরে আমার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে।’’ দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে।

Advertisement

পুলিশ জানায়, এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement