CBI

কয়লা-কাণ্ডে লালা-ঘনিষ্ঠ চার অভিযুক্তকে সিবিআই হেফাজতে পাঠাল আদালত

আদালতে সিবিআইয়ের আইনজীবী জানান, ধৃতদের হেফাজতের নিয়ে তদন্ত করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আসানসোল শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২১ ১৮:০৭
Share:

আদালতে তোলা হচ্ছে ধৃতদের। —নিজস্ব চিত্র।

কয়লা-কাণ্ডে গ্রেফতার হওয়া চার অভিযুক্তকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)-র হেফাজতেই পাঠাল আসানসোলের বিশেষ আদালত। ধৃত চার জনই কয়লা-কাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা-ঘনিষ্ঠ বলেই সিবিআইয়ের দাবি। মঙ্গলবার ধৃত চার জনকে আদালতে তোলা হলে সিবিআইয়ের আইনজীবী তাদের হেফাজতে নেওয়ার আবেদন করেন। যদিও তার বিরোধিতা করেন ধৃতদের আইনজীবীরা।

Advertisement

আদালতে সিবিআইয়ের আইনজীবী জানান, ধৃতদের হেফাজতের নিয়ে তদন্ত করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অভিযোগ, ধৃতেরা কোনও প্রশ্নের উত্তর দিতে চাইছে না। তাই তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করেন সিবিআইয়ের আইনজীবী। কয়লা মাফিয়াদের আইনজীবী যুক্তি দেন, ধৃতেরা অসুস্থ। ধৃতদের মধ্যে জয়দেব মণ্ডলের চার দিন সিবিআই হেফাজত হয়েছে। আগামী ১ অক্টোবর তাকে ফের আদালতে তোলা হবে। বাকি তিন জন অর্থাৎ নারায়ণ খরকা ওরফে নারায়ণ নন্দা, গুরুপদ মাঝি এবং নীরদ মণ্ডলকে সাত দিনের সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ফের ৪ অক্টোবর আদালতে তোলা হবে তাদের।

সিবিআইয়ের অভিযোগ, ধৃত চার জন কয়লা মাফিয়া লালার চক্রের চারটি স্তম্ভ। আরও অভিযোগ, ওই চার জন মিলে লালাকে সঙ্গে নিয়ে পাচার চক্র চালাত। কয়লা খনি কর্তৃপক্ষের পাশাপাশি সিআইএসএফ-এর আধিকারিকদের সঙ্গেও ওই চক্রের জড়িত থাকার অভিযোগ রয়েছে সিবিআইয়ের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement