TMC

Jamuria: প্রতিবাদ মিছিল ঘিরে তৃণমূলের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ জামুড়িয়ায়, আহত অনেকে

জানা গিয়েছে, রবিবার জ্বালানির মূল্যবৃদ্ধি রিরোধিতা করে মিছিল করেন জামুড়িয়া ১ নম্বর ব্লকের তৃণমূল নেতৃত্ব।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

জামুড়িয়া শেষ আপডেট: ১১ জুলাই ২০২১ ২২:৩৬
Share:

নিজস্ব চিত্র।

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদ মিছিল ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় জামুড়িয়া। দু’পক্ষের সংঘর্ষে আহত হন বেশ কয়েক জন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Advertisement

জানা গিয়েছে, রবিবার জ্বালানির মূল্যবৃদ্ধি রিরোধিতা করে মিছিল করেন জামুড়িয়া ১ নম্বর ব্লকের তৃণমূল নেতৃত্ব। আখলপুর ব্রিজ থেকে শুরু হয় সেই মিছিল। অভিযোগ, সেই মিছিল মণ্ডলপুর গ্রামে ঢুকতেই তৃণমূলের অন্য কর্মীরা বাধা দেন। ওই তৃণমূল কর্মীদের অভিযোগ তাঁদের না জানিয়ে বিজেপি এবং সিপিএমের সমর্থকদের নিয়ে এক নম্বর ব্লক সভাপতি সাধন রায় এই মিছিল করেছেন।

কেন তাঁদের জানানো হল না, এই নিয়েই বচসা সূত্রপাত। তার পর সেই বচসা পৌঁছয় হাতাহাতিতে। এর পরে লাঠিসোটা নিয়ে দু’পক্ষই পরস্পরের উপর চড়াও হয় বলে স্থানীয়দের দাবি। ফলে দু’পক্ষেরই বেশ কয়েকজন আহত হযন। তাঁদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে ঘটনাস্থলে জামুড়িয়া থানার বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement