আটকে গিয়েছে কয়লার গাড়ি। নিজস্ব চিত্র
পানীয় জলের দাবিতে ইসিএলের কাজোড়া এরিয়ার জামবাদ খোলামুখ খনির পরিবহণ প্রায় দু’ঘণ্টা আটকে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। নেতৃত্ব ছিল তৃণমূল। সোমবার বহুলা পঞ্চায়েতের পরাশকোল গ্রামের ঘটনা। পরে, কর্তৃপক্ষের আশ্বাসে বিক্ষোভ থামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই গ্রামে কয়েকটি পাড়ায় জনস্বাস্থ্য কারিগরি দফতর পাইপলাইনে জল সরবরাহ করে। অভিযোগ, তা অপর্যাপ্ত। সপ্তাহে দু’দিনের বেশি জল মেলে না। এ ছাড়া, ইসিএল পাইপলাইনের মাধ্যমে গ্রামের একটি পুকুরে জল দিত। ছ’মাস ধরে পাম্প বিকল থাকায় সে জলও আসছে না বলে জানান তাঁরা। বাসিন্দাদের ক্ষোভ, খনি এলাকা হওয়ায় অন্য পুকুর ও কুয়োর জল প্রায় মিলছে না। দূরের কল থেকে জল সংগ্রহ করা ছাড়া, বেশ কিছু পরিবার জল কিনে খেতে বাধ্য হচ্ছেন। স্থানীয় পঞ্চায়েত সদস্য সনমনি মেঝান বলেন, ‘‘নীতিগত ভাবে খনি লাগোয়া এলাকায় জল দিতে ইসিএল বাধ্য।’’ তাঁর দাবি, সে জন্যই তাঁরা এ দিন পরিবহণ আটকে বিক্ষোভ দেখান। সমস্যা না মিটলে উৎপাদন বন্ধ রেখে বিক্ষোভ দেখানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। জামবাদ খোলামুখ খনি কর্তৃপক্ষ দ্রুত জলের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছে। জনস্বাস্থ্য কারিগরি দফতরের রানিগঞ্জ কোলফিল্ড ডিভিশন (১)-এর এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার চম্পক ভট্টাচার্য বলেন, ‘‘পথে পাইপ ফাটিয়ে জল চুরি হয়ে যাচ্ছে। যার জন্য এই সমস্যা। জলের সমস্যা মেটাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’’