মন্দিরে সিআইডি আধিকারিকরা। — নিজস্ব চিত্র।
দিন কয়েক আগে আসানসোলের বারাবনির মন্দির থেকে চুরি গিয়েছিল মহাবীরের প্রাচীন মূর্তি। ১৫০ বছরের প্রাচীন সেই মূর্তি চুরির তদন্তে এ বার নামল সিআইডি। বুধবার বারাবনির দোমোহনি এলাকার ওই মন্দিরে যান সিআইডি আধিকারিকরা।
বুধবার সিআইডির ফরেনসিক বিভাগের আধিকারিকেরা যান বারাবনির দোমোহনির ওই মন্দিরে। সেখান থেকে তাঁরা সংগ্রহ করেন নানা নমুনা। বিশেষ করে আঙুলের ছাপ সংগ্রহ করার ক্ষেত্রে জোর দেন তাঁরা। ওই হাতের ছাপ মিলিয়ে দেখবেন তদন্তকারীরা। প্রায় ১৫০ বছরের প্রাচীন মূর্তিটি চুরি যায় গত রবিবার। বারাবনির দোমোহনি বাজারে রয়েছে ওই মন্দিরটি। সেখানেই ১০ দিন ধরে চলছিল বিশেষ উৎসব। সেই উপলক্ষে বহু ভক্তের জমায়েত হয় মন্দিরে। রবিবার ছিল উৎসবের শেষ দিন। সকাল থেকে জমজমাট ছিল মন্দির চত্বর। দুপুরের দিকে পুজোঅর্চনা শেষে মন্দির বন্ধ করে ফিরে যান সকলেই। কিন্তু বিকেলে মন্দির খোলার পর দেখা যায় মূর্তি উধাও। মন্দির কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে অভিযোগ দায়ের করেন বারাবনি থানায়। মূর্তিটি রুপোর তৈরি। মূর্তির সঙ্গে চুরি হয় আরও কিছু মূল্যবান জিনিসপত্র। এমনটাই দাবি মন্দির কর্তৃপক্ষের।
পুলিশ ঘটনার তদন্তে নেমে মন্দির থেকে আঙুলের ছাপ সংগ্রহ করেছে। পাশাপাশি আশপাশের এলাকার সিসিক্যামেরার ছবিও সংগ্রহ করেন তদন্তকারীরা। এর পর ওই ঘটনার তদন্ত শুরু করল সিআইডি।