আদালতে তোলা হচ্ছে ধৃতদের। —নিজস্ব চিত্র।
পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের তৃণমূল নেতা অসীম দাস খুনের ঘটনায় মূল চক্রী শেখ রাজুকে দিল্লি থেকে গ্রেফতার করেছে সিআইডি। এ বার বীরভূমের বোলপুর থানার ঘিদহ এলাকা থেকে শেখ বাবুল ওরফে শেখ খোকন নামে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল সিআইডি।
অভিযুক্ত শেখ রাজু এবং শেখ খোকনকে শনিবার কাটোয়া মহকুমা আদালতে তোলা হয়। সিআইডি সূত্রে জানা গিয়েছে, শেখ রাজুকে পাঁচ লক্ষ টাকায় খুনের সুপারি দিয়েছিল খোকন। অসীমকে খুন করতে সুপারি কিলার হিসাবে নিয়োগ করা হয়েছিল তাকে। রাজু পেশায় কাঠমিস্ত্রি। কিন্তু তার আড়ালে সে অস্ত্র ব্যবসা করত বলে ধারণা তদন্তকারীদের।
গত ১২ জুলাই সন্ধ্যায় কাশেমনগর বাজার থেকে সিউর গ্রামে নিজের বাড়ি ফেরার পথে গুলি করে খুন করা হয় লাখুরিয়ার তৃণমূল নেতা অসীমকে। নিহতের ছেলে সুনন্দ দাস অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্তে নামার তিনদিনের মধ্যে এই মামলার তদন্তভার সিআইডিকে দেয় রাজ্য প্রশাসন। শেখ খোকনকে নিয়ে খুনের ঘটনায় এখনও পর্যন্ত মোট ৫ জনকে গ্রেপ্তার করা হল।