CBI

CBI: অনুব্রত আমাকে ফোন করেছিলেন কেন? জানতে চাইল সিবিআই, বললেন ময়ূরেশ্বরের বিধায়ক

সিবিআইয়ের তলব পেয়ে দুর্গাপুরের অস্থায়ী দফতরে সোমবার হাজিরাও দিয়েছেন বিধায়ক অভিজিৎ রায়। সকাল ১০টা নাগাদ উপস্থিত হন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দুর্গাপুর শেষ আপডেট: ০৬ জুন ২০২২ ১১:৩০
Share:

অভিজিৎ রায়কে সিবিআই তলব। — ফাইল চিত্র

রাজ্যে ‘ভোট পরবর্তী হিংসা’র অভিযোগের তদন্তে তৃণমূলের আরও এক বিধায়ককে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। সোমবার অনুব্রত-ঘনিষ্ঠ ময়ূরেশ্বরের বিধায়ক অভিজিৎ রায়কে দুর্গাপুরে সিবিআইয়ের অস্থায়ী দফতরে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। তাতে সাড়া দিয়ে অভিজিৎ উপস্থিত হন সিবিআইয়ের ওই দফতরে। সেখানে তাঁকে কিছু ক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়।

Advertisement

রাজ্যে বিধানসভা ভোটের ফল ঘোষণার সময় তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলের সঙ্গে যাঁদের ফোনে যোগাযোগ হয়েছে, তাঁদের একে একে তলব করা হচ্ছে। সিবিআইয়ের তলব পেয়ে দুর্গাপুরের অস্থায়ী দফতরে সোমবার সকাল ১০টা নাগাদ উপস্থিত হন অভিজিৎ। দফতরে প্রবেশের সময় তিনি বলেন, ‘‘আজকেই আমাকে ডাকা হয়েছে। তবে কী জন্য ডাকা হয়েছে, তা ঘুরে এসে বলব।’’ আধ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে আসেন অভিজিৎ। সেই সময় তিনি বলেন, ‘‘আমাকে প্রথমে জিজ্ঞাসা করা হয়, ‘কত ভোটে জিতেছিলাম?’ এর পর, ভোটের ফল ঘোষণার দিন অনুব্রত মণ্ডল আমাকে দু’বার ফোন করেছিলেন। সেই সময় আমি কী উত্তর দিয়েছিলাম, তা জিজ্ঞাসা করা হয়। আমি জানিয়েছি, ‘আমি ভিতরে ছিলাম। ফোন ধরিনি।’ সিবিআই ডাকলে সহযোগিতা করব।’’

ময়ূরেশ্বরের বিধায়কের আগে বীরভূমের লাভপুরের বিধায়ক তথা আরও এক অনুব্রত-ঘনিষ্ঠ অভিজিৎ সিংহকেও তলব করেছিল সিবিআই। এ ছাড়া কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনওয়াজকেও তলব করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাটি। রবিবার তলব করা হয়েছিল পূর্ব বর্ধমানের আউশগ্রামের গুসকরা ২ নম্বর অঞ্চল তৃণমূল সভাপতি তাপস চট্টোপাধ্যায়কেও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement