বিকাশ মিশ্র। —ফাইল চিত্র।
কয়লা পাচার-কাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্রকে ফের জেল হেফাজতে রাখার নির্দেশ দিল সিবিআইয়ের বিশেষ আদালত। বিকাশের আইনজীবী জানিয়েছেন, অসুস্থ অবস্থায় তিনি ভর্তি রয়েছেন হাসপাতালে। এ কথা সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে বলে দাবি বিকাশের আইনজীবীর। সোমবার আদালত অবশ্য বিকাশের জামিনের আর্জিও খারিজ করে দিয়েছে আদালত।
সোমবার বিকাশ আদালতে সশরীরে হাজিরা দেননি। ফলে শুনানিও হয়নি। তাঁকে আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী। আদালতে বিকাশের জামিনের আর্জি জানান তাঁর আইনজীবী সোমনাথ চট্টোপাধ্যায়। তবে আদালত সেই আর্জিও খারিজ করে দিয়েছে।
বিকাশের আইনজীবী বলেন, ‘‘জেল থেকে জানানো হয়েছে, আজ বিকাশ মিশ্রকে আদালতে হাজির করানো যাবে না। কারণ তিনি হাসপাতালে চিকিৎসাধীন। আইন অনুযায়ী, শারীরিক ভাবে কেউ আদালতে উপস্থিত না থাকতে পারলে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয় না। আমাদের জামিনের আবেদনও খারিজ করা হয়েছে।’’