Anubrata Mondal

গরু পাচার নিয়ে একগুচ্ছ প্রশ্ন, জবাবে সিবিআই আধিকারিকদের কী জানালেন অনুব্রত?

বৃহস্পতিবার আসানসোল সংশোধনাগারে পৌঁছন সিবিআইয়ের দুই আধিকারিক। তাঁরা হলেন সুশান্ত ভট্টাচার্য এবং স্বরূপ দে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, একাধিক প্রশ্নের উত্তর জানতে তাঁরা অনুব্রতকে জিজ্ঞাসাবাদ শুরু করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আসানসোল শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২২ ১২:৪৩
Share:

অনুব্রত মণ্ডলকে সংশোধনাগারে গিয়ে জেরা সিবিআইয়ের। — ফাইল চিত্র।

গরু পাচার কাণ্ডে ধৃত তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলকে আবার আসানসোল সংশোধনাগারে গিয়ে জেরা করলেন সিবিআই আধিকারিকরা। বৃহস্পতিবার সংশোধনাগারে পৌঁছন সিবিআই আধিকারিকরা। তাঁরা কেষ্টকে ঘণ্টাখানেক জেরা করেন। সিবিআই সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ১৭টি প্রশ্ন করা হয়েছে অনুব্রতকে। কিন্তু তিনি কোনও প্রশ্নের উত্তর দেননি বলে সিবিআই সূত্রে দাবি। গত কয়েক দিনে অনুব্রত সংক্রান্ত যে সব তথ্য তদন্তকারী আধিকারিকরা পেয়েছিলেন তা নিয়েই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।

Advertisement

বৃহস্পতিবার বেলা ১২টার সামান্য পরে আসানসোল সংশোধনাগারে পৌঁছন সিবিআইয়ের দুই আধিকারিক। তাঁরা হলেন সুশান্ত ভট্টাচার্য এবং স্বরূপ দে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, গরু পাচার-কাণ্ড নিয়ে একাধিক প্রশ্নের উত্তর জানতে তাঁরা অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করেন। সংশোধনাগারে ঢোকার সময় সিবিআই আধিকারিকদের হাতে কিছু নথিও দেখা যায়। মনে করা হচ্ছে, সিবিআই আধিকারিকরা অনুব্রতকে জেরা করার জন্য, সম্পত্তির উৎস-সহ নানা বিষয় নিয়ে প্রশ্ন তৈরি করে আনেন ওই নথিতে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, গরু পাচার-কাণ্ডের তদন্তে নেমে অনুব্রতের মেয়ে এবং তাঁর ঘনিষ্ঠদের নামে বহু সম্পত্তির হদিস পাওয়া গিয়েছে। সেই সম্পত্তির উৎস জানতে চায় তদন্তকারী সংস্থা। এর পর বেলা ১টা নাগাদ আসানসোল সংশোধনাগার থেকে বেরিয়ে যান সিবিআই আধিকারিকরা। সিবিআি সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার শুধু মাত্র কেষ্টকেই জেরা করা হয়। তাঁর প্রাক্তন নিরাপত্তারক্ষী সহগল হোসেনকে জেরা করা হয়নি।

এর আগে গত ৬ সেপ্টেম্বর অনুব্রত এবং তাঁর দেহরক্ষী সহগলকে সংশোধনাগারে গিয়ে জেরা করেন সিবিআই আধিকারিকরা। সিবিআই সূত্রে জানা যায়, ওই দিন অনুব্রতকে করা হয় ২০টি প্রশ্ন। পাশাপাশি, সহগলকেও প্রায় ১৪টি প্রশ্ন করেন গোয়েন্দারা। সিবিআই সূত্রে জানা গিয়েছে, অনুব্রত এবং সহগলের যে সব সম্পত্তির খোঁজ মিলেছে, তা নিয়েই করা হয় ওই প্রশ্নগুলি। এর আগে কয়লা-কাণ্ডে ধৃত আট ইসিএল কর্তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য আসানসোল সংশোধনাগারে যায় সিবিআইয়ের তিন সদস্যের একটি দল। সিবিআই আধিকারিক উমেশ কুমার ওই দলের নেতৃত্বে ছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement