অনুব্রত মণ্ডলকে সংশোধনাগারে গিয়ে জেরা সিবিআইয়ের। — ফাইল চিত্র।
গরু পাচার-কাণ্ডে এ বার জেল হেফাজতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)-এর জেরার মুখে অনুব্রত মণ্ডল। মঙ্গলবার সিবিআই আধিকারিকদের একটি দল পৌঁছে যায় আসানসোল সংশোধনাগারে। অনুব্রতকে ঘণ্টা খানেক জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী আধিকারিকরা। জেরার মুখে পড়েন অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সহগল হোসেনও।
মঙ্গলবার বেলা ১২টা নাগাদ সিবিআই আধিকারিকদের চার জনের একটি দল পৌঁছে যায় আসানসোল সংশোধনাগারে। সংশোধনাগারে এক আধিকারিক প্রবেশ করেন অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করার জন্য। তাঁর হাতে ছিল একগুচ্ছ নথি। সিবিআই সূত্রে জানা গিয়েছে, গরু পাচার-কাণ্ডের তদন্তে নেমে অনুব্রতের মেয়ে এবং তাঁর ঘনিষ্ঠদের নামে একাধিক সম্পত্তির খোঁজ পেয়েছে ওই তদন্তকারী সংস্থা। ওই সব সম্পত্তির উৎস জানতে চান সিবিআই আধিকারিকরা। মনে করা হচ্ছে, সিবিআই আধিকারিকরা অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করার জন্য তাঁর মেয়ে এবং ঘনিষ্ঠদের নামে সম্পত্তির উৎস-সহ নানা বিষয় নিয়ে প্রশ্ন লিখে এনেছেন ওই নথিতে। সংশোধনাগারে সিবিআইয়ের প্রশ্নের মুখে পড়েন সহগলও। সিবিআই-জেরা ঘিরে আসানসোল সংশোধনাগারে তৎপরতা তুঙ্গে ওঠে।
অনুব্রতকে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। ঘটনাচক্রে, এর মধ্যেই আগামী ১ সেপ্টেম্বর সিপিএমের করা অভিযোগের ভিত্তিতে অনুব্রতকে ‘ভোট পরবর্তী হিংসা’ মামলায় সল্টলেক আদালতে তলব করা হয়েছে।