Gas tanker

Gas Tanker: বর্ধমানের কাছে ট্যাঙ্কারের ভাল্‌ভ ফেটে বেরচ্ছিল গ্যাস, এড়ানো গেল দুর্ঘটনা

বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেল দুর্গাপুর এক্সপ্রেসওয়ে লাগোয়া বর্ধমানের শহরতলি এলাকা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২১ ১২:২৮
Share:

ট্যাঙ্কার ফেটে বেরচ্ছে কার্বন ডাই অক্সাইড। নিজস্ব চিত্র।

বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেল দুর্গাপুর এক্সপ্রেসওয়ে লাগোয়া বর্ধমানের শহরতলি এলাকা। শুক্রবার ভোরে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে কলকাতা যাচ্ছিল কার্বন ডাই অক্সাইড ভর্তি একটি ট্যাঙ্কার। তেলিপুকুর ওভারব্রিজের উপর হঠাৎ ট্যাঙ্কারের ভাল্‌ভ ফেটে গ্যাস বার হতে শুরু করে। যার যেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই এলাকায়। পুলিশ এবং দমকল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনা নিয়ে বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী বলেছেন, ‘‘লখনউ থেকে আসা একটি কার্বন ডাই অক্সাইড ট্যাঙ্কারের ভাল্‌ভ ফেটে গ্যাস বার হচ্ছিল। ধোঁয়ার মতো গ্যাস বার হতে দেখে ভয় পেয়ে যান এলাকাবাসীরা। পুলিশ গিয়ে রাস্তা আটকায়। দমকল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’’

Advertisement

স্থানীয়রা জানিয়েছেন, গাড়ি থেকে ধোঁয়ার মতো গ্যাস বেরচ্ছে দেখে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েছিলেন। ভয় পেয়ে অনেকে সেখান থেকে দূরে সরে যান। পুলিশ আর দমকল খুব তাড়াতাড়ি এসেছিল। দমকল ট্যাঙ্কার থেকে গ্যাস বার করে গাড়িটিকে নিরাপদ দূরত্বে নিয়ে যায়। সব মিলিয়ে পুলিশ এবং দমকলের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এ নিয়ে ওই এলাকার বাসিন্দা পাপন মিত্র বলেছেন, ‘‘গ্যাস ছড়িয়ে পড়ায় ভয় ছিল। প্রশাসনের উদ্যোগ প্রশংসাযোগ্য।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement