ঘটনার তদন্তে পুলিশ। নিজস্ব চিত্র
পুলিশ ফাঁড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে ভরদুপুরে ছিনতাই হল পশ্চিম বর্ধমানের রূপনারায়ণপুরে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার ঘটনা। মোটরবাইকে চেপে এসে দু’জন এক ব্যবসায়ীর টাকা ভর্তি ব্যাগ ছিনতাই করে চম্পট দেয় বলে অভিযোগ। পুলিশ জানায়, সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
রূপনারায়ণপুরের পশ্চিম রাঙামাটিয়ার বাসিন্দা অশোক দাস পুলিশকে জানান, বাড়ির কাছেই তাঁর স্টিলের আলমারি তৈরির একটি কারখানা আছে। এ দিন চিত্তরঞ্জনে ব্যাঙ্ক থেকে টাকা তুলে তিনি বাড়ি ফেরেন। বাড়ির দরজার সামনে মোটরবাইক দাঁড় করিয়ে ব্যাগটি হাতে নিয়ে কারখানার দিকে এগোচ্ছিলেন। অশোকবাবু জানান, তখনই হেলমেট পরা দু’জন মোটরবাইক আরোহী তাঁর হাত থেকে ব্যাগটি ছিনিয়ে চম্পট দেয়। তিনি পিছু ধাওয়া করেও ওই দু’জনকে ধরতে পারেননি বলে জানান অশোকবাবু। তাঁর দাবি, ‘‘পরে আমি মনে করতে পেরেছি, ওই দুষ্কৃতীরা অনেকক্ষণ ধরে আমার পিছু নিচ্ছিল। কিন্তু বুঝতে পারিনি, এমনটা ঘটবে।’’
খবর পেয়ে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে। সংগ্রহ করা হয় এলাকায় বসানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ। পুলিশ জানায়, সেই ফুটেজে দেখা গিয়েছে, অশোকবাবু বাড়ির সামনে মোটরবাইক দাঁড় করিয়ে হেঁটে কারখানার দিকে যাচ্ছেন। সেই সময়ে এক দুষ্কৃতী হেঁটেই তাঁর পিছু নিয়েছে। কারখানার গেটের কাছে ‘স্টার্ট’ দেওয়া মোটরবাইকে চেপে বসেছিল আরও এক দুষ্কৃতী। হেঁটে আসা দুষ্কৃতীই আচমকা ব্যাগটি ছিনিয়ে মোটরবাইকে চড়ে চম্পট দেয়।
এই ঘটনার পরে, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সদস্য তথা রূপনারায়ণপুর ব্যবসায়ী সমিতির সম্পাদক এবং তৃণমূলের ব্লক (সালানপুর) সভাপতি মহম্মদ আরমান বলেন, ‘‘দিনদুপুরে ব্যবসায়ীর থেকে টাকা ছিনতাইয়ের ঘটনা উদ্বেগজনক। পুলিশের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য আর্জি জানানো হয়েছে।’’ তিনি জানান, এই এলাকাটি রাজ্যের একেবারে সীমানাবর্তী অঞ্চল। নিয়মিত ভিন্-রাজ্যের মানুষ রূপনারায়ণপুরে আসেন। দুষ্কতীরাও সহজে অপরাধ ঘটিয়ে চম্পট দেয়।
পুলিশ জানায়, সীমানাবর্তী এলাকা ‘সিল’ করা হয়েছে। এলাকায় যাতায়াতকারী সমস্ত মোটরবাইক ও ছোট গাড়ি পরীক্ষা করা হচ্ছে। পুলিশের আশ্বাস, দ্রুত দুষ্কৃতীরা ধরা পড়বে।