Road Accident

ম্যাটাডোরের মুখোমুখি সংঘর্ষে মৃত বাস চালক, আহত ৬ যাত্রী

বাস এবং ম্যাটাডোরের মুখোমুখি সংঘর্ষ মেমারিতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২০ ১৫:৪৪
Share:

মেমারিতে দুর্ঘটনার কবলে বাস। নিজস্ব চিত্র।

বাস এবং ম্যাটাডোরের মুখোমুখি সংঘর্ষ মেমারিতে। সোমবার সকালের এই দুর্ঘটায় মৃত্যু হল বাসচালকের। এ ছাড়াও বাসের ৬ জন যাত্রী আহত হয়েছেন।

Advertisement

মেমারি বাসস্ট্যাণ্ড থেকে যাত্রীবাহী বাসটি কালনা যাচ্ছিল। পথে কদমপুকুর মোড় এলাকায় উল্টোদিক থেকে আসা একটি ম্যাটাডোর নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে বাসে। সামনাসামনি ধাক্কার জেরে দু্র্ঘটনাস্থলেই মৃত্যু হয় বাস চালকের। আহত হন আরও ৬ জন। তাঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁরা বর্ধমানের অনাময় হাসপাতালে ভর্তি। বাকি ৩ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

ওই ম্যাটাডোরের চালককে আটক করা হয়েছে বলে জানিয়েছে মেমারি থানার পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement