জাতীয় সড়কে দুর্ঘটনা, জখম ২০ বাসযাত্রী

এই দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে কিছুক্ষণ যানজট হয় বলে জানা গিয়েছে। তবে আধ ঘণ্টার মধ্যেই বাসের সমস্ত যাত্রীদের উদ্ধার করে ক্রেন দিয়ে বাসটিকে তুলে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। তার পরে স্বাভাবিক হয় যান চলাচল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গলসি শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০১৮ ০০:৩৯
Share:

দুর্ঘটনাগ্রস্ত বাস। নিজস্ব চিত্র

ফের দুর্ঘটনা ২ নম্বর জাতীয় সড়কে। এ বার দুর্ঘটনার মুখে সরকারি বাস। বৃহস্পতিবার গলসির উড়ার এফসিআই গোডাউন লাগোয়া এলাকার ঘটনা। এর জেরে বাসের চালক-সহ ১৫ জন যাত্রী জখম হয়েছেন বলে পুলিশ সূত্রে জানা যায়।

Advertisement

পুলিশ সূত্রের খবর, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার দুর্গাপুর-কলকাতা রুটের ওই বাসটি ৫০ জন যাত্রী নিয়ে কলকাতার দিকে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আচমকা একটি বালিবোঝাই ট্রাক গতি কমিয়ে দেয়। বাসটি দ্রুত গতিতে যাওয়ার জন্য বাঁ দিক থেকে চেষ্টা করেও পাস কাটাতে পারেনি। এর পরেই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ট্রাকের পিছনে ধাক্কা মারে। পুলিশ জানায়, ঘটনায় সময়ে রাস্তায় আরও অনেকগুলি যানবাহন বেশ গতিতে ছুটছিল। ফলে বড় দুর্ঘটনার আশঙ্কা ছিল।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গলসি থানার পুলিশ। জখম যাত্রীদের উদ্ধার করে পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় পুলিশ। গুরুতর জখম বাসের চালক নিপু রায়কে চিকিৎসার জন্যে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়ছে। পুরসা থেকে বিশ্বনাথ হাজরা বলে এক বাস যাত্রীকেও বর্ধমানে পাঠানো হয়েছে। চিকিৎসকেরা জানিয়েন, ওই ব্যক্তির চোট গুরুতর।

Advertisement

দুর্ঘটনায় মাথায় চোট পেয়েছেন বাসের এক যাত্রী বিরু মাহাতো। তিনি কলকাতা যাওয়ার জন্য দুর্গাপুরের মুচিপাড়া থেকে বাসে ওঠেন। তাঁর কথায়, “আচমকা বাসের সামনে ট্রাকটি দাঁড়িয়ে পড়ে। খুব জোর বাসটা দুলে ওঠে। তার পরেই বিকট শব্দে চমকে উঠি।” ঘটনার পরে অচৈতন্য হয়ে পড়েন বাসের চালক নিপুবাবু।

এই দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে কিছুক্ষণ যানজট হয় বলে জানা গিয়েছে। তবে আধ ঘণ্টার মধ্যেই বাসের সমস্ত যাত্রীদের উদ্ধার করে ক্রেন দিয়ে বাসটিকে তুলে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। তার পরে স্বাভাবিক হয় যান চলাচল।

এ দিন আরও একটি দুর্ঘটনা ঘটে গলসিতে। দুপুরে কালীমতি স্কুলের সামনে জাতীয় সড়কের উপরে বালিবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত ট্যাঙ্কারের পেছনে ধাক্কা মেরে রাস্তার পাশে উল্টে যায়। ধাক্কা সামলাতে না পেরে ট্যাঙ্কারটি রাস্তার ডিভাইডারের উপরে উঠে পড়ে। এই দুর্ঘটনায় দু’টি গাড়ির তিন জন জখম হয়েছে। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।

জাতীয় সড়কের উপরে জৌগ্রামের জলেশ্বরতলা এলাকাতেও একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সরকারি বাসে ধাক্কা মারে। জখম হন পাঁচ জন বাসযাত্রী। তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায় পুলিশ। পুলিশ জানায়, বাসটি প্রথমে একটি কন্টেনারের পিছনে ধাক্কা মারে। সেই সময়ে ফের বাসের পিছনে ধাক্কা মারে ট্রাকটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement