আজ, বুধবার দুপুর ২টো থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে কলা বিভাগে স্নাতকস্তরের তৃতীয় বর্ষের অনার্সের ফলপ্রকাশ হবে। এ দিনই কলেজগুলির হাতে মার্কশিট তুলে দেবেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্মসচিব দেবকুমার পাঁজার দাবি, “বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম ফল প্রকাশের দিনেই কলেজের হাতে মার্কশিটও তুলে দেওয়া হবে।” বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ামক সুজিত চৌধুরী জানান, পড়ুয়ারা ওয়েবসাইটে গিয়ে রোল নম্বর দিলেই প্রাপ্ত নম্বর জানতে পারবেন। এর আগে, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সম্পূর্ণ ফল থাকত। এ বছর থেকে বিশ্ববিদ্যালয় সেই নিয়মের পরিবর্তন ঘটেছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রের খবর। পরীক্ষা নিয়ামক দফতর সূত্রে জানা গিয়েছে, কলা বিভাগে ১৫০৬০ জন অনার্সে পরীক্ষা দিয়েছিলেন। তার মধ্যে ৯৫৭০ জন (৬৩%) পাশ করেছেন। এর মধ্যে প্রথম বিভাগে ১০৬৯ ও দ্বিতীয় বিভাগে ৮৫০১ জন উত্তীর্ণ হয়েছেন। সুজিতবাবু জানান, পরীক্ষার দু’মাসের মাথায় ফলপ্রকাশ করা হচ্ছে।