—প্রতীকী চিত্র।
ট্রেন যাত্রীর মোবাইল চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে বর্ধমান জিআরপি। ধৃতের নাম সুরজ মাহাত ওরফে কাঞ্চা। বর্ধমান থানার লক্ষ্মীপুরমাঠ এলাকায় তাঁর বাড়ি। শুক্রবার রাতে বর্ধমান স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে তাঁকে পাকড়াও করে জিআরপি। চুরির কথা ধৃত স্বীকার করেছেন বলে জিআরপির দাবি। তাঁর কাছ থেকেই চুরির মোবাইলটি উদ্ধার হয়েছে বলে জিআরপির দাবি। ধৃতকে শনিবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। ধৃতের হয়ে কোনও আইনজীবী এদিন দাঁড়াননি। বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়ে ৪ জানুয়ারি ধৃতকে ফের আদালতে পেশের নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম।
জিআরপি সূত্রে জানা গিয়েছে, মাসখানেক আগে শক্তিগড় থানা এলাকার মল্লিকপাড়ার বাসিন্দা রিয়াজউদ্দিন মল্লিক বর্ধমান স্টেশন থেকে পূর্বা এক্সপ্রেসে চড়েন। ট্রেন থেকে তাঁর মোবাইলটি চুরি হয়ে যায়। সেদিনই তিনি জিআরপিতে অভিযোগ দায়ের করেন।