এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক ছবি।
সাইকেল চড়ে দোকানে জিনিস কিনতে যাওযার পথে ট্রাক্টরের ধাকায় প্রাণ গেল কিশোরের। সে তৃতীয় শ্রেণির ছাত্র। নাম সুনীল টুডু। বয়স ৯। এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের ভাতারের সেলেণ্ডা গ্রামে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ভাতারের সেলেণ্ডা গ্রামের বাসিন্দা মমতা টুডুর একমাত্র ছেলে সুনীল। বছর কয়েক আগে বাবা মারা যান। মা প্রতিবেশীর বাড়িতে কাজকর্ম করতেন। রবিবার এক আত্মীয়ের মৃত্যুর সংবাদ পেয়ে ছেলেকে প্রতিবেশীর বাড়িতে রেখে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি। সেই সময় ছেলেরও মৃত্যু সংবাদ পান তিনি।
মৃতের মামা রবিলাল টুডু বলেন, ‘‘প্রতিবেশী কাকুর কাছ থেকে পাঁচ টাকা নিয়ে সাইকেলে চড়ে পাড়ার একটি মুদিখানা দোকান যাচ্ছিল সুনীল। সেই সময় একটি ধান বোঝাই ট্রাক্টরকে পাস কাটাতে গিয়ে ট্রাক্টরের ধাক্কা লেগে রাস্তার পাশে ছিটকে পড়ে সে। রাস্তার পাশে পাকা ড্রেনে মাথায় গুরুতর আঘাত লাগে সুনীলের।’’
স্থানীয়েরা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে ভাতার গ্রামীণ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। হাসপাতালে যাওয়ার পথেই মৃত্যু হয় সুনীলের। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।