Raniganj

ভোটের আগে রানিগঞ্জে খোলা জায়গা থেকে উদ্ধার তাজা বোমা এবং বন্দুক

ভোটের আগে ড্রাম ভর্তি তাজা বোমা এ বার উদ্ধার হল পশ্চিম বর্ধমান জেলার রানিগঞ্জে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রানিগঞ্জ শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২১ ১৮:৫৬
Share:

রানিগঞ্জে উদ্ধার বোমা-গুলি। নিজস্ব চিত্র।

ভোটের আগে ড্রাম ভর্তি তাজা বোমা এ বার উদ্ধার হল পশ্চিম বর্ধমান জেলার রানিগঞ্জে। সেখানকার রাজার বাঁধ এবং নবী নগরের মধ্যে একটি নির্মীয়মাণ বাড়ির পাশ থেকে উদ্ধার করা হয়েছে ওই তাজা বোমাগুলি। বাড়ির পাশে খেজুর গাছের জঙ্গলের মধ্যে থেকে ৮-১০টি তাজা বোমা এবং ২টি ওয়ান শটার পিস্তল পাওয়া গিয়েছে।

Advertisement

রানিগঞ্জ থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার সকালে এ গুলি উদ্ধার করে নিয়ে যায়। নির্বাচনের আগেই এ ধরনের অস্ত্র উদ্ধারের ঘটনায় রানিগঞ্জ শিল্পাঞ্চল জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। সহকারী পুলিশ কমিশনার তথাগত পান্ডে এ নিয়ে বলেছেন, ‘‘ফাঁকা জায়গায় ১০টি তাজা বোমা ও ২টি আগ্নেয়াস্ত্র পড়ে থাকার খবর পেয়ে রানিগঞ্জ থানার পুলিশ যায়। সেগুলি উদ্ধার করে।’’ বোমা নিষ্ক্রিয়কারী দলের কর্মীরা এসে বোমাগুলি নিষ্ক্রিয় করেছেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement