উদ্ধার হওয়া বোমা। নিজস্ব চিত্র।
প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনের তলা থেকে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের পূর্বস্থলী স্টেশনে। ঘটনার খবর পেয়েই পূর্বস্থলী থানার পুলিশ, জিআরপি এবং আরপিএফ ঘটনাস্থলে পৌঁছয়। খবর দেওয়া হয় রেলের বম্ব স্কোয়াডকেও।
রবিবার বিকেলে পূর্বস্থলী স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মের একটি ট্রেন দাঁড়িয়ে ছিল। সেই ট্রেনের একটি বগির তলায় বোমার মতো বস্তুটি স্থানীয় এক বাসিন্দা প্রথম দেখতে পান। বিষয়টি পূর্বস্থলী স্টেশন মাস্টারকে জানান স্থানীয় বাসিন্দারা। স্টেশন মাস্টার তৎক্ষনাৎ পূর্বস্থলী থানায় ঘটনার কথা জানান। খবর পেয়েই পূর্বস্থলী থানার পুলিশ স্টেশনে আসে। এর পরই ট্রেনটিকে সরিয়ে নিয়ে যাওয়া। হাওড়া থেকে আসা রেলের বম্ব স্কোয়াডের সদস্যরা সুতলি বোমাটি উদ্ধার করেন।
পূর্বরেলের জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, “একটি বোমা উদ্ধারের খবর পাওয়া গিয়েছে।”