BJP

দিলীপ ঘোষের উপরে হামলার প্রতিবাদে বিজেপির অবরোধ

কাটোয়া-দাঁইহাট রোডে, কাটোয়া-মালডাঙা রোডের সিঙি গ্রাম, কাটোয়ার কোশিগ্রাম, মঙ্গলকোটের কৈচর ও কেতুগ্রামের উদ্ধারণপুরেও ঘণ্টাখানেক বিক্ষোভ হয়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ জুলাই ২০২০ ০২:২৪
Share:

বর্ধমানে বিক্ষোভ। নিজস্ব চিত্র

রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের উপরে হামলার প্রতিবাদে রাস্তা অবরোধ হল জেলার একাধিক জায়গায়। বুধবার বিকালে বর্ধমানে ২ নম্বর জাতীয় সড়কের উল্লাস মোড় ও বাম এলাকায় বিজেপি কর্মী সমর্থকেরা রাস্তা অবরোধ করে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ অবরোধকারীদের সরিয়ে দেয়। তবে ওই সময়ের মধ্যেই যানজট হয় এলাকায়।

Advertisement

কাটোয়া-দাঁইহাট রোডে, কাটোয়া-মালডাঙা রোডের সিঙি গ্রাম, কাটোয়ার কোশিগ্রাম, মঙ্গলকোটের কৈচর ও কেতুগ্রামের উদ্ধারণপুরেও ঘণ্টাখানেক বিক্ষোভ হয়। জেলা (কাটোয়া) বিজেপি সহ সভাপতি অনিল দত্তের দাবি, ‘‘তৃণমূলের গুন্ডারা আমাদের রাজ্য সভাপতির উপরে হামলা করেছে। অবিলম্বে দুস্কৃতীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।’’

বিজেপির ১৪ নম্বর মণ্ডলের তরফে মেমারি মালডাঙা রোডে মন্তেশ্বর ব্লক অফিস মোড়ে পথ অবরোধ করা হয়। উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি রাজেশ রায়, জেলা সাধারণ সম্পাদক সৌগত দে। কিছুক্ষণ যানজট হয়। পরে পুলিশ এসে অবরোধকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে দেয়। মন্তেশ্বর বিজেপির ১৫ নম্বর মণ্ডলের তরফে বর্ধমান নবদ্বীপ রোডে বন্ধুপুর মোড়েও অবরোধ হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement