মহিলার উপরে হামলার তদন্তে ক্ষুব্ধ মহিলা মোর্চা

ভোরে মাঠে গিয়ে আক্রান্ত জামুড়িয়ার মহিলার সঙ্গে আসানসোল হাসপাতালে দেখা করলেন পশ্চিমবঙ্গ মহিলা মোর্চার ছয় প্রতিনিধি। সোমবার দুপুরে বিজেপির ওই সংগঠনের সহ-সভানেত্রী প্রিয়াঙ্কা তিব্রেওয়ালের নেতৃত্বে দলটি হাসপাতালে আসে। পরে ঘটনার তদন্তে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ করেন প্রিয়াঙ্কাদেবী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

জামুড়িয়া শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০১৭ ০০:১৯
Share:

ভোরে মাঠে গিয়ে আক্রান্ত জামুড়িয়ার মহিলার সঙ্গে আসানসোল হাসপাতালে দেখা করলেন পশ্চিমবঙ্গ মহিলা মোর্চার ছয় প্রতিনিধি। সোমবার দুপুরে বিজেপির ওই সংগঠনের সহ-সভানেত্রী প্রিয়াঙ্কা তিব্রেওয়ালের নেতৃত্বে দলটি হাসপাতালে আসে। পরে ঘটনার তদন্তে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ করেন প্রিয়াঙ্কাদেবী।

Advertisement

শনিবার ভোরে জামুড়িয়ার নিঘায় মাঠে শৌচকর্মে বেরিয়ে আক্রান্ত হন ওই মহিলা। মাথায়-ঘাড়ে গুরুতর চোট নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর অবস্থা সঙ্কটজনক। এ দিন ওই মহিলা মোর্চার প্রতিনিধি দলের সঙ্গে আরও বেশ কিছু লোকজন হাসপাতালে দোতলায় সিসিইউ-তে ঢুকতে গেলে বিশৃঙ্খলা তৈরি হয়। হাসপাতালের কর্মীরা আপত্তি জানালে শুধু প্রতিনিধি দলের ছ’জন ও সংগঠনের আসানসোলের সভানেত্রী রেখা গোস্বামী ভিতরে যান।

মহিলার সঙ্গে কথা বলে বেরিয়ে প্রিয়াঙ্কাদেবীর অভিযোগ, ‘‘জখম, বিবস্ত্র অবস্থায় মহিলাকে উদ্ধার করলেও ধর্ষণের মামলা করছে না পুলিশ। অসুস্থ বলে দোহাই দিয়ে তাঁর সঙ্গে কথাও বলছে না। মহিলা আমাদের জানিয়েছেন, তার সঙ্গে জবরদস্তি করা হয়েছে। পুলিশের কাছে আমাদের আবেদন, ঘটনাস্থল থেকে মেলা সব নমুনা ও মহিলার প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা দ্রুত করানো হোক।’’ তাঁর দাবি, পুলিশ জেনেবুঝে সময় পার করছে, যাতে পরে খুনের চেষ্টা ছাড়া অন্য কোনও মামলা রুজু করতে না হয়। পরে তাঁরা জামুড়িয়ার পুলিশের সঙ্গে দেখা করেও আর্জি জানান।

Advertisement

পুলিশ অবশ্য তদন্তে গাফিলতির কথা মানতে চায়নি। এসিপি (সেন্ট্রাল) বরুণ বৈদ্য বলেন, “মহিলার শারীরিক পরিস্থিতির কারণেই তাঁকে জিজ্ঞাসাবাদ করার ঝুঁকি নেওয়া যাচ্ছে না। বাকি তদন্ত ঠিক পথেই চলছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement