Drinking Water crisis

জল-সঙ্কটে তৃণমূলের যোগ, বরাকরে অবরোধে দাবি বিধায়কের

বরাকর হয়ে ঝাড়খন্ড যাতায়াতকারি মানুষও মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়তে বাধ্য হন। প্রচন্ড রোদে, গরমে ভোগান্তি হয় সকলেরই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কুলটি শেষ আপডেট: ১৭ জুন ২০২৪ ০৮:৪১
Share:

বরাকরে জিটি রোডে চলছে অবরোধ-বিক্ষোভ। নিজস্ব চিত্র।

এলাকার বিভিন্ন জায়গায় পানীয় জলের প্রবল সঙ্কট চলছে— এই অভিযোগে রবিবার সকালে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখালেন কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দার। তাঁর দাবি, বার বার বলার পরেও পুর কর্তৃপক্ষ উপযুক্ত ব্যবস্থা নিচ্ছেন না। প্রায় এক ঘণ্টা অবরোধের পরে, সকাল সাড়ে ১০টা নাগাদ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিলে অবরোধ ওঠে। তবে এক সপ্তাহের মধ্যে অবস্থার উন্নতি না হলে ফের রাস্তায় নামার হুঁশিয়ারি দিয়েছেন অজয়।

Advertisement

অজয়ের অভিযোগ, কুলটি বিধানসভার বিভিন্ন এলাকাতেই পানীয় জলের সঙ্কট দেখা দিয়েছে। তবে লোকসভা ভোটে যে সব এলাকায় তৃণমূলের হার হয়েছে, সেখানে এই সমস্যার তীব্রতা অনেক বেশি। পুরকর্তৃপক্ষকে জানানো হলেও ট্যাঙ্কে জল পাঠানোর ব্যবস্থাও করা হয়নি বলে জানান তিনি। তাঁর দাবি, এর নেপথ্যে তৃণমূলের ঘৃণ্য রাজনীতি রয়েছে।

রবিবার সকাল সাড়ে ৯টা নাগাদ শ’পাঁচেক অনুগামিকে সঙ্গে নিয়ে বরাকর বাসস্ট্যান্ড লাগোয়া জিটিরোডে বিক্ষোভে বসেন অজয়। অবরোধে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। স্ট্যান্ড থেকে বেরোতে পারেনি যাত্রীবাহী বাস, মিনিবাস। বরাকর হয়ে ঝাড়খন্ড যাতায়াতকারি মানুষও মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়তে বাধ্য হন। প্রচন্ড রোদে, গরমে ভোগান্তি হয় সকলেরই। সাড়ে ১০টা নাগাদ বরাকর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুরকর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ তোলেন অজয়।

Advertisement

গত সপ্তাহে জলের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছিলেন কুলটির দামাগড়িয়া এলাকার বাসিন্দারা। অভিযোগ ছিল, ওই এলাকায় এমনিতেই পানীয় জলের সঙ্কট রয়েছে। লোকসভা ভোটের ফল বেরোনোর পর সেখানে তৃণমূলের হার হওয়ায় ট্যাঙ্কে করে জল পাঠানোও বন্ধ করে দেওয়া হয়েছে। এর এক দিন পরে ১০৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা জলের অপর্যাপ্ত সরবরাহের অভিযোগ তুলে ঝালবাগান লাগোয়া ডিসেরগড় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিলেন।

এ দিন অজয়ের অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের মেয়র বিধান উপাধ্যায়। জল-সঙ্কটের কথা স্বীকার করে মেয়র জানান, শুধু কুলটি নয়, আসানসোল পুরসভার বহু এলাকায় পানীয় জলের সমস্যা দেখা দিয়েছ। তবে এর সঙ্গে তৃণমূলের হারের যোগসূত্র মানতে নারাজ তিনি। দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে আশ্বাস দিয়েছেন মেয়র।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement