সভায় বক্তব্য রাখছেন চন্দ্রিমা ভট্টাচার্য। নিজস্ব চিত্র
শনিবার পূর্ব বর্ধমান জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে জনসভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ও তৃণমূলের রাজ্য মহিলা সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
সেই সভা থেকেই রাজ্যের উন্নয়ন থেকে শুভেন্দু ইস্যু বা বহিরাগত প্রসঙ্গ, সব নিয়েই মুখ খুললেন চন্দ্রিমা। তিনি বললেন, ‘‘২০২১ সালের নির্বাচনের সময় সব বহিরাগত এসে শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। লম্বা দাড়ি ও ১০ লাখ টাকার স্যুট পড়লে রবীন্দ্রনাথ ঠাকুর ও অরবিন্দ হওয়া যায় না। তাই মঞ্চে উঠে কবির গানকে অসম্মান করেন ওঁরা।’’
রাজ্যের প্রায় সমস্ত প্রকল্পের নাম করে তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য যা কাজ করেছেন তার ধারে কাছে নেই মোদী সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে স্বাস্থ্যসাথী কার্ড করার পর কেন্দ্রীয় সরকার আয়ুষ্মান প্রকল্প চালু করে। আসলে বাংলাকে নকল করছে কেন্দ্র।
শুভেন্দু অধিকারী ইস্যুতেও শনিবার তোপ দাগেন চন্দ্রিমা। নাম না করে তিনি বলেন, ‘‘এখন টাকার থলি নিয়ে বিজেপি লোভ দেখাচ্ছে তাতে অনেকেই চলে যাচ্ছে। ওতে তৃণমূল কংগ্রেসের কিছু যায় আসে না। মমতা বন্দ্যোপাধ্যায় একাই যথেষ্ট।’’
সভামঞ্চে হাজির ছিলেন চন্দননগরের পুলিশ কমিশনার হুমায়ুন কবিরের স্ত্রী অনিন্দিতা কবীর। ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথও। তাঁরাও কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন। আগামী বিধানসভা নির্বাচনে বর্ধমানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কে হবেন, তাই নিয়ে জল্পনা রাজনৈতিক মহলে। যদিও এই বিষয়ে কিছু বলতে অস্বীকার করেন রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবু টুডু। তিনি বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে সবাই সামিল হচ্ছেন তৃণমূল কংগ্রেসে।’’
আরও পড়ুন:কলকাতার পাশাপাশি এ বার প্রথম পিএসি-র বৈঠক বসছে বহরমপুরেও
আরও পড়ুন: ‘মনুবাদী বিজেপি, নীতিহীন তৃণমূলে’ ফারাক দেখছেন না বিমান