BJP

গলসিতে বিজেপি কর্মীদের মারধর, অভিযোগ ওড়াল তৃণমূল

গলসি ১ নম্বর ব্লকের পোতনা গ্রামে শনিবার এই মারধরের ঘটনা ঘটে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২০ ০০:০৫
Share:

আহত বিজেপি নেতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।—নিজস্ব চিত্র।

দলীয় পতাকা ও ফেস্টুন লাগানোর সময় বিজেপিকর্মীদের মারধরের অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের গলসিতে। ওই ঘটনায় গুরুতর জখম হয়েছেন ৫৮ নম্বর মণ্ডলের সহ-সভাপতি ঝুলন দত্ত। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। বিজেপি নেতাকে মারধরের ঘটনায় অভিযোগের তির শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। যদিও তৃণমূল সেই অভিযোগ অস্বীকার করেছে।

Advertisement

গলসি ১ নম্বর ব্লকের পোতনা গ্রামে শনিবার এই মারধরের ঘটনা ঘটে। স্থানীয় বিজেপি নেতা রাজু পাত্রের অভিযোগ, রবিবার পোতনা গ্রামে বিজেপি-র মহিলা মোর্চার একটি বৈঠক হওয়ার কথা। সে জন্য এ দিন বিজেপিকর্মীরা ফ্ল্যাগ ও ফেস্টুন লাগাচ্ছিলেন। সেই সময়েই গলসি ১ নম্বর ব্লকের তৃণমূল যুব সভাপতি পার্থসারথি মণ্ডলের নেতৃত্বে তৃণমূলকর্মীরা বিজেপিকর্মীদের উপর লাঠি, রড ও বাঁশ নিয়ে চড়াও হন। ঘটনায় ঝুলন দত্ত-সহ বেশ কয়েক জন কর্মী জখম হয়েছেন।

যদিও জেলা তৃণমূল সভাপতি তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের পাল্টা দাবি, ‘‘এটা বিজেপি-র গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই হয়েছে। এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই।’’

Advertisement

আরও পড়ুন: অচৈতন্য যুবক-যুবতী উদ্ধার হাওড়ার হোটেল থেকে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement