স্বাস্থ্য পরিষেবা নিয়ে সরব বাবুল

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আসানসোল শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০১৯ ০১:৪১
Share:

আসানসোলের সভায়। রবিবার। নিজস্ব চিত্র

প্রথম ‘কোলফিল্ড ডক্টরস মিট’ আয়োজিত হল রবিবার আসানসোলে। বিজেপি অনুমোদিত ‘ন্যাশনালিস্ট ডক্টরস অ্যাসোসিয়েশন’-এর রাজ্য মেডিক্যাল সেলের উদ্যোগে আইএমএ-র সভাকক্ষে এই সভা হয়। উদ্বোধন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা আসানসোলর সাংসদ বাবুল সুপ্রিয়। এ দিন তিনি অভিযোগ করেন, এ রাজ্যে স্বাস্থ্য পরিষেবায় ঘৃণ্য রাজনীতি হয়। তাই মানুষের চিকিৎসার হাসপাতালে কুকুরের ডায়ালিসিস হয়। তিনি দাবি করেন, এ রাজ্যে, বিশেষত আসানসোলে মানুষ এখন বিজেপির উপরে আস্থা রাখছেন। তাই শিল্পাঞ্চলের চিকিৎসকেরা একজোট হয়ে ভাল পরিষেবা দিতে পারলে তাঁদের কোনও সমস্যায় পড়তে হবে না বলে আশ্বাস তাঁর।

Advertisement

বাবুল এ দিন জানান, নিজের লোকসভা কেন্দ্রের অন্তর্গত প্রতিটি বিধানসভা এলাকায় দু’টি করে জনঔষধি প্রকল্পে স্বল্পমূল্যের ওষুধ দোকান তৈরির পরিকল্পনা করেছেন। দ্রুত তার কাজ শুরু হবে। এ বিষয়ে ওষুধের দোকান করতে ইচ্ছুক ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

জেলা তৃণমূল নেতা ভি শিবদাসনের পাল্টা প্রতিক্রিয়া, ‘‘ঘৃণ্য রাজনীতি এ রাজ্যে হয় না। কেন্দ্রের বিজেপি সরকার ওই রকম রাজনীতি করছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement