—ফাইল চিত্র।
বাকি থাকা সমস্ত কাজ শেষ করে ফেলতে হবে ফেব্রুয়ারির মধ্যে, সিদ্ধান্ত নিলেন আসানসোল পুরসভা কর্তৃপক্ষ। বৃহস্পতিবার পুরসভার বোর্ড মিটিংয়ে ১০৬টি ওয়ার্ডের জন্য একশো কোটি টাকার উন্নয়নমূলক কাজের রূপরেখাও তৈরি করা হয়েছে বলে জানান মেয়র জিতেন্দ্র তিওয়ারি। তিনি আরও জানান, সব কাউন্সিলরকে কাজের তালিকা তৈরি করে জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, এ দিনের বৈঠকে বিরোধীদের তরফে অভিযোগ করা হয়, এখনও অনেক ওয়ার্ডে বেশ কিছু উন্নয়নমূলক কাজ বাকি রয়েছে। আগামী বছর পুরভোট হওয়ার কথা। ভোট ঘোষণার আগে সমস্ত কাজের রূপরেখা তৈরির দাবি ওঠে। পুরসভার বিরোধী নেতা সিপিএমের তাপস কবি বলেন, ‘‘আমরা মেয়রের কাছে বৃদ্ধাদের পেনশনের সুষ্ঠু বিতরণ ও বাকি পড়ে থাকা কাজগুলি দ্রুত শেষ করার দাবি জানিয়েছি।’’
মেয়র জিতেন্দ্রবাবু জানান, বিরোধী ও শাসক দল, দু’পক্ষের কাউন্সিলরদেরই নিজেদের ওয়ার্ডের কাজের তালিকা তৈরি করে জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কাউন্সিলরেরা ঠিকমতো বাসিন্দাদের কাছে পৌঁছে দিয়েছেন কি না, তা-ও খোঁজ নেওয়া হচ্ছে। মেয়র বলেন, ‘‘পরিষেবা দেওয়ার কাজে গাফিলতি হয়েছে কি না, তা খোঁজ নেব।’’
আসানসোল পুরসভা সূত্রে জানা গিয়েছে, আগামী ফেব্রুয়ারির মধ্যে সমস্ত উন্নয়নমূলক কাজ শেষ করে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কয়েক মাস আগে রাজ্য সরকারের কাছে ২৩টি কাজের জন্য ৪০ কোটি টাকার একটি বিশদ প্রকল্প রিপোর্ট পাঠানো হয়েছে। দৈন্দদিন পরিষেবার পাশাপাশি আরও কিছু কাজ হাতে নেওয়া হয়েছে।
পুরসভার আধিকারিকেরা জানান, কুলটি এলাকায় পানীয় জল সরবরাহ ব্যবস্থা উন্নত করতে রামনগর জলপ্রকল্প ও বরাকর পাম্পিং স্টেশনে আরও দু’টি করে উচ্চ ক্ষমতাসম্পন্ন মোটরপাম্প বসানো হবে। রানিগঞ্জ ও কুলটিতে গৃহহীনদের জন্য দু’টি আশ্রয়স্থল গড়া হবে। ভবিষ্যতে আসানসোলেও তা তৈরির পরিকল্পনা রয়েছে। এ ছাড়া ‘সবার জন্য গৃহ’ প্রকল্পে পুর এলাকায় প্রায় ৩৭০০ বাড়ি তৈরির পরিকল্পনা হয়েছে। ইতিমধ্যে এই প্রকল্পে প্রায় ১৫০০ বাড়ি তৈরির কাজ চলছে। শীঘ্রই সেগুলি উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হবে বলে পুরসভা সূত্রে জানা যায়।