Jaydev Mondal

গুলিকাণ্ডে কয়লা কারবারি জয়দেব মণ্ডলকে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ

গত বছর অক্টোবর মাসের ৩০ তারিখে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে তাঁর গাড়িতে গুলি চালানোর ঘটনায় জয়দেব-সহ বেশ কয়েক জনের নামে অভিযোগ করেছিলেন আর এক ব্যবসায়ী দীনেশ গড়াই।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

আসানসোল শেষ আপডেট: ০৩ জুন ২০২৪ ০০:১০
Share:

জয়দেব মণ্ডল। —ফাইল চিত্র।

গুলিকাণ্ডে অভিযুক্ত কয়লা কারবারি জয়দেব মণ্ডলকে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন আসানসোল আদালতের বিচারক। শনিবার তাঁকে গ্রেফতার করে আসানসোল আদালতে নিয়ে যায় সিআইডি।

Advertisement

গত বছর অক্টোবর মাসের ৩০ তারিখে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে তাঁর গাড়িতে গুলি চালানোর ঘটনায় জয়দেব-সহ বেশ কয়েক জনের নামে অভিযোগ করেছিলেন আর এক ব্যবসায়ী দীনেশ গড়াই। এই মামলায় মূল অভিযুক্ত জয়দেবকে খুঁজে পাচ্ছিল না সিআইডি। আসানসোল সিবিআই আদালতে কয়লা পাচারকাণ্ডেও চিকিৎসার কারণ দেখিয়ে অনুপস্থিত থাকায় আদালত চার্জ গঠন করতে পারেনি। সে দিন সিবিআই আদালতে সিআইডি জয়দেবকে খোঁজার জন্য গিয়েছিল। শেষমেশ জয়দেবকে গ্রেফতার করে আসানসোল আদালতে পাঠালে বিচারক চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement