Agnimitra Paul

Asansol By Election 2022: অগ্নিমিত্রার কনভয়ে ইট ছোড়ার অভিযোগ, শুনে তৃণমূল নেতা বললেন, দেখিনি তো! ঢিল পড়ল?

অগ্নিমিত্রার গাড়িতে ঢিল ছোড়ার অভিযোগ নিয়ে অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আসানসোল শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২২ ১৫:৪৯
Share:

অগ্নিমিত্রা পালের কনভয়ে ইট ছোড়ার অভিযোগ। —নিজস্ব চিত্র।

বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের কনভয়ে ইট-পাটকেল ছোড়ার অভিযোগ উঠল তৃণমূলকর্মীদের বিরুদ্ধে। শনিবার আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে গণনাকেন্দ্র থেকে বেরনোর পথে অগ্নিমিত্রার কনভয়ে ইট-পাটকেল ছোড়া হয় বলে অভিযোগ। যদিও তৃণমূল সেই অভিযোগ অস্বীকার করেছে।
আসানসোলে রেকর্ড ভোটে বিজেপি প্রার্থীকে হারিয়ে দিয়েছেন তৃণমূলের শত্রুঘ্ন সিন্‌হা। শনিবার গণনা চলছিল আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে। ফল স্পষ্ট হয়ে যাওয়ার পর গণনাকেন্দ্র থেকে বেরিয়ে যান অগ্নিমিত্রা। তিনি হেঁটে যাওয়ার সময় তৃণমূল এবং বিজেপি দু’পক্ষই স্লোগান দিতে থাকে। পুলিশকর্মীরা দু’পক্ষকেই সরিয়ে দেন। এর পর পুলিশ কড়া নিরাপত্তায় অগ্নিমিত্রাকে গাড়িতে তুলে দেয়। এর মধ্যেই ভিড়ের মধ্যে থেকে অগ্নিমিত্রার কনভয় লক্ষ্য করে ইট-পাটকেল উড়ে আসে। তা বিজেপি বিধায়কের নিরাপত্তারক্ষীদের গাড়িতে লাগে। এর মাঝেই ধাক্কাধাক্কিতে পড়ে যান ডিসি পশ্চিম অভিষেক মোদী। ওই ঘটনায় এক জনকে আটক করে পুলিশ।

Advertisement

অগ্নিমিত্রার গাড়িতে ঢিল ছোড়ার অভিযোগ নিয়ে অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন। এ নিয়ে পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী কিছুটা বিস্ময় প্রকাশ করে বলেন, ‘‘দেখিনি তো! ঢিল পড়ল না কি? আমরা তো সবাই মিলে দাঁড় করিয়ে ওঁকে পার করিয়ে দিয়েছি। আর নির্বাচন শেষ হয়ে গিয়েছে। পুলিশ দেখছে বিষয়টা। উনি বেরোনোর সময় ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে ওসকাচ্ছিলেন। এঁরা তো হেরেও হারেন না। কী আর বলব।

অগ্নিমিত্রা যদিও বলেন, ‘‘মানুষের জয়। এটা মেনে নিতে হবে। আমি মাথা পেতে নিচ্ছি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement