Anubrata Mondal

Anubrata Mandal: ত্রিপুরায় কর্নারে গোল দেব, ২৪-এ দিল্লিতে ফাইনাল, বলছেন কেষ্ট

মঙ্গলকোটের ক্ষীরগ্রামে তৃণমূল একটি ‘যোগদান’ শিবিরের আয়োজন করে। সাড়ে তিন হাজার বিজেপি কর্মী তৃণমূলে যোগ দেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মঙ্গলকোট শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২১ ২০:৫৫
Share:

অনুব্রত মণ্ডল। — ফাইল চিত্র

ত্রিপুরার মাটিতে কর্নারে গোল হবে। সেইসঙ্গে আগামী লোকসভা নির্বাচনে ফাইনাল খেলা হবে দিল্লির মাটিতে। এমনটাই মনে করেন তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল। রবিবার মঙ্গলকোটে এই ভাষাতেই হুঙ্কার দিয়েছেন তিনি।

Advertisement

রবিবার মঙ্গলকোটের ক্ষীরগ্রামে তৃণমূল একটি ‘যোগদান’ শিবিরের আয়োজন করে। ওই শিবিরে প্রায় সাড়ে তিন হাজার বিজেপি কর্মী দল ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দেন বলে তৃণমূল নেতৃত্বের দাবি। সেখানে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে অনুব্রত বলেন, ‘‘আমরা পশ্চিমবঙ্গে জিতেছি। ২৪-এ ফাইনাল খেলব দিল্লির মাটিতে। পারবে রুখতে? গোটা দেশ জেনে গিয়েছে তুমি ধান্দাবাজ, বেইমান প্রধানমন্ত্রী। সামনে ত্রিপুরা ভোট। চ্যালেঞ্জ করলাম ত্রিপুরায় জিতব। অভিষেক ১৫ সেপ্টেম্বর ত্রিপুরায় যাচ্ছে। পারলে রুখে দাও।’’

অনুব্রত কি ত্রিপুরা সফর করবেন? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘‘আমি একশো বার যাব। মমতা বন্দ্যোপাধ্যায় বললেই যাব। ত্রিপুরায় খেলা করব। আমি একশো শতাংশ থাকব। আমি রেফারি হতে ভালবাসি না। আমি গোল দিতে ভালবাসি। আউট থেকে কর্নারে গোল দেব ত্রিপুরায়।’’

Advertisement

পূর্ব বর্ধমানের সাংসদ সুনীল মণ্ডল সম্পর্কে অনুব্রত বলেন, ‘‘তখন ওঁর মাথাটা খারাপ হয়েছিল। এখন ওষুধ দিয়ে ভাল হয়েছে। মানুষ সুস্থ হলে ভাল কথা বলে। এখন ট্যাবলেট, ওষুধ খেয়েছেন, তাই সত্যি কথাটা বার হয়ে আসছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement