কেতুগ্রামে অনুব্রত। নিজস্ব চিত্র।
দু’দিন আগেই কেতুগ্রামের কান্দরায় ‘আর নয় অন্যায়’ কর্মসূচি উপলক্ষে জনসভায় এসে তৃণমূলকে হুঁশিয়ারি দিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার একই জায়গায় জনসভা করে তাঁকে ‘চ্যালেঞ্জ’ জানালেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।
কেতুগ্রামের কান্দরা হাসপাতালের পাশে একটি বড়সড় ফাঁকা জমিতে তৃণমূল জনসভার আয়োজন করে। ছিলেন বোলপুরের সাংসদ অসিত মাল, অভিজিৎ সিংহ, কেতুগ্রামের বিধায়ক শেখ সাহানেওয়াজ। প্রত্যেকেই মোদী সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠেন। বিকেল সাড়ে ৩টে নাগাদ অনুব্রতবাবু বক্তব্য রাখতে উঠেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম ধরে কটাক্ষ করেন, “বিজেপি কেন্দ্রে ক্ষমতায় থেকে আট বছরে কোনও কাজই করেনি। শুধু মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে গিয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যে ৬৭টি জনমুখী প্রকল্প চালিয়ে যাচ্ছে। এতে মানুষ সকাল থেকে রাত পর্যন্ত উপকৃত হচ্ছেন। বিজেপি ক্ষমতায় এসে সব বন্ধ করে দিতে চাইছে। ওরা মানুষকে শুধুই শোষণ করে। এনআরসির নামে মানুষকে দেশ থেকে তাড়িয়ে দিতে চাইছে।’’ এর পরেই দিলীপ ঘোষের নাম করে আর একটা জনসভা করার চ্যালেঞ্জ ছোড়েন তিনি। ‘আপত্তিকর’ কথাও বলেন, অভিযোগ বিজেপির।
জেলা বিজেপি সহ সভাপতি (কাটোয়া) অনিল দত্ত বলেন, “অনুব্রত মণ্ডলদের এটাই সংস্কৃতি। তাই তিনি অশালীন কথা বলেছেন। চাইলে, আমরাও অনেক কিছু করতে পারি। গণতন্ত্রকে সম্মান দিয়েই বিধানসভায় আমাদের প্রার্থীকে জিতিয়ে অনুব্রত মণ্ডলের মুখে কালি মাখিয়ে কেতুগ্রাম ছাড়া করব।’’