train

প্যান্টোগ্রাফ ভেঙে আবার ট্রেন বিভ্রাট বর্ধমান শাখায়

বর্ধমান-হাওড়া শাখার শক্তিগড় ও গাংপুর স্টেশনের মাঝে প্যান্টোগ্রাফ ভেঙে থমকে গেল ডাউন বর্ধমান-হাওড়া মেইন লাইন লোকাল।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

বর্ধমান শেষ আপডেট: ২৪ জুন ২০২৩ ২২:৪৬
Share:

প্রতীকী ছবি।

আবার ট্রেন বিভ্রাট। এ বার বর্ধমান-হাওড়া শাখার শক্তিগড় ও গাংপুর স্টেশনের মাঝে প্যান্টোগ্রাফ ভেঙে থমকে গেল ডাউন বর্ধমান-হাওড়া মেইন লাইন লোকাল। ডাউন লাইনে প্যান্টোগ্রাফ ভাঙলেও আপ ও ডাউন দুই লাইনেই ট্রেন চলাচল বন্ধ আছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ‘‘বিকেল ৫টা ৪১ মিনিট থেকে ডাউন মেইন শাখার লোকাল ট্রেন দাঁড়িয়ে আছে গাংপুর ও শক্তিগড় স্টেশনর মাঝে। আপ ও ডাউন দুই লাইনেই ট্রেন চলাচল বন্ধ আছে। ফলে লোকাল ট্রেনের পাশাপাশি দূরপাল্লার মেল ও এক্সপ্রেস ট্রেন বিভিন্ন স্টেশন আটকে যায়। শক্তিগড় স্টেশনে দাঁড়িয়ে থাকে রাজধানী এক্সপ্রেস।’’

Advertisement

ডাউন বর্ধমান-হাওড়া মেইন শাখার লোকাল ট্রেনটি বর্ধমান স্টেশন থেকে বিকেল ৫ টা ২৪ মিনিটে ছাড়ে হাওড়ার উদ্দেশে। ওই ট্রেনের যাত্রী টিকে সাউ বলেন, ‘‘আমার সঙ্গে একজন রোগী আছেন। আমরা ভুবনেশ্বর যাব। আমাদের হাওড়া থেকে রাত ১০টা ৪০ মিনিটে ট্রেন আছে হাওড়া-পুরী এক্সপ্রেস। ওই ট্রেনে আমরা ভুবনেশ্বর যাব। কিন্তু এখন বুঝতে পারছি না কী করব।’’ আর এক ট্রেন যাত্রী অনিন্দ্য কোনার বলেন, ‘‘রোজগার ঘটনা। কোনও না কোনও ভাবে ট্রেন চলাচলে বিঘ্ন হচ্ছে। আর আমরা সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছি।’’ উল্লেখ্য, গত দেড় মাস ধরে বর্ধমান রামপুরহাট লুপলাইনে ও বর্ধমান-হাওড়া শাখায় বার বার প্যান্টোগ্রাফ ভেঙে ট্রেন চলাচলে সমস্যা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement