Durgapur Municipal Corporation

প্রথম মহিলা মেয়র দুর্গাপুরে, শপথ নিলেন অনিন্দিতা মুখোপাধ্যায়

দুর্গাপুর পুরনিগমে ভোট হয়েছিল ২০১৭ সালে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২১ ০০:১৫
Share:

দুর্গাপুর পুরনিগমের নতুন মেয়র হিসেবে শপথ নিলেন অনিন্দিতা মুখোপাধ্যায়। নিজস্ব চিত্র।

প্রথম মহিলা মেয়র পেল ইস্পাতনগরী। শুক্রবার দুর্গাপুর পুরনিগমের নতুন মেয়র হিসেবে শপথ নিলেন অনিন্দিতা মুখোপাধ্যায়। দুর্গাপুরের নতুন মেয়র হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘‘মেয়র হিসেবে আমার প্রথম কাজ হবে আলো, রাস্তা, জল-সহ বিভিন্ন পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়া।’’

Advertisement

দুর্গাপুর পুরনিগমে ভোট হয়েছিল ২০১৭ সালে। তৃণমূল পরিচালিত এই পুরনিগমে মেয়রের দায়িত্ব এত দিন পালন করেছেন ১১ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর হিসেবে জিতে আসা দিলীপ অগস্তি। ডেপুটি মেয়র ছিলেন অনিন্দিতা। কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগেই চলতি মাসে ইস্তফা দেন দিলীপ। এর পরেই তৃণমূল জেলা নেতৃত্বের বৈঠকে সর্বসম্মতিক্রমে মেয়র পদে অনিন্দিতার নাম চূড়়ান্ত হয়।

শুক্রবার আনুষ্ঠানিক ভাবে দুর্গাপুর সিটি সেন্টারে সৃজনী প্রেক্ষাগৃহে শপথ নিয়ে অনিন্দিতা বলেন, ‘‘সাধারণ মানুষ যাতে পুরসভায় এসে তাঁদের সমস্যার কথা জানাতে পারেন, সেই বিষয়টা দেখা হবে। পুরসভা তহবিল খতিয়ে দেখে উন্নয়নের কাজে গতি বাড়ানো হবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement