প্রতীকী ছবি
পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে অশান্তি ছড়াল পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে। পুলিশ জানায়, শুক্রবার রাতে ডিএসপি টাউনশিপের কাশীরাম এলাকায় রাজেন্দ্রপ্রসাদ রোডের পাশে মোটরবাইক নিয়ে দাঁড়িয়েছিলেন স্থানীয় পটল বাল্মীকি (২৭) ও তাঁর বন্ধু সুনীল বাউরি। সেই সময়ে উল্টো দিক থেকে আসা একটি গাড়ি তাঁদের ধাক্কা মারে। দুর্গাপুর হাসপাতালে নিয়ে গেলে পটলকে মৃত ঘোষণা করা হয়।
জখম সুনীলকে বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করানো হয়। দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। হয় অবরোধও। প্রায় দু’ঘণ্টা পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। ফের, শনিবার সকালে ফের পথ অবরোধ করেন বাসিন্দাদের একাংশ। রাস্তা কেটে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভকারীরা রাস্তায় ব্যারিকেড দেওয়ার দাবি জানান।এ দিনই বিদ্যাসাগরপল্লির একটি পুকুরে কলাবউ স্নান করিয়ে ফিরছিলেন বেনাচিতি নেতাজি কলোনির নবযুব সঙ্ঘের সদস্যেরা। একটি গাড়ি শোভাযাত্রায় ঢুকে পড়লে ৩ জন জখম হন। গাড়িটিতে ভাঙচুর করা হয়েছে।