প্রতীকী ছবি।
পুজোর আগে জেলায় প্রথম ডোজ় টিকাকরণ বাড়ানোই লক্ষ্য। সে কারণে মঙ্গলবার টিকাদানের বিশেষ কর্মসূচি নিয়েছিল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতর। জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা বলেন, ‘‘এক দিনে রেকর্ড পরিমাণ টিকা দেওয়া হয়েছে। ৭০ হাজারের বেশি মানুষ লাইনে দাঁড়িয়ে টিকা নিয়েছেন।’’
জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ২১৬টি কেন্দ্র থেকে টিকা দেওয়া হয়। ৭০,৯০৩ জন টিকা নিয়েছেন। তার মধ্যে প্রথম ডোজ় পেয়েছেন ৫৯,৪৯০ জন। দ্বিতীয় ডোজ় ১১,৪১৩জন। মঙ্গলবার পর্যন্ত জেলায় ৭২.৭৫% ষাটোর্ধ্ব বাসিন্দা দ্বিতীয় ডোজ় পেয়েছেন। তবে বুধবার ৩৮টি কেন্দ্র থেকে টিকা দেওয়া হয়। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা যায়, এ দিন প্রায় ২২ হাজার জন টিকা নিয়েছেন। জেলায় এখনও পর্যন্ত ১৬ লক্ষ ৫৭ হাজার জন টিকা পেয়েছেন, যা লক্ষ্যমাত্রার ৩০ শতাংশ বলে স্বাস্থ্যকর্তারা জানাচ্ছেন।
জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক (সিএমওএইচ) প্রণব রায় বলেন, ‘‘মঙ্গলবার বিশেষ কর্মসূচি থাকায় এক দিনে ৭০ হাজারের বেশি মানুষকে টিকা দেওয়া গিয়েছে। স্বাভাবিক ভাবেই টিকার সংখ্যা কম রয়েছে। সে জন্য বুধবার ৩৮টি কেন্দ্র থেকে টিকা দেওয়া হয়েছে।’’ স্বাস্থ্যকর্তাদের দাবি, জোগান থাকলে জেলার উপ-স্বাস্থ্যকেন্দ্র থেকেও টিকা দেওয়া সম্ভব, মঙ্গলবার তা পরীক্ষা হয়ে
গেল। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, প্রথম দফায় করোনা যোদ্ধাদের টিকাকরণে জোর দেওয়া হয়েছিল। এর পরে ধাপে ধাপে ৪৫ বছর ও ১৮ বছরের বেশি বয়সী ‘সুপার স্প্রেডার’দের টিকাকরণে জোর দেওয়া হয়েছিল। করোনার তৃতীয় ঢেউয়ে শিশুদের আক্রান্ত হওয়ার বিষয়ে সতর্কতা থাকায় অনূর্ধ্ব ১২ নাবালক-নাবালিকার মায়েদের টিকাকরণেও জোর দেওয়া হয়েছে।
স্বাস্থ্য দফতর সূত্রে জানা যায়, ১৮ বছরের বেশি বয়সী সকলকে টিকা দেওয়ার কথা ঘোষণা করা হলেও, চাহিদা অনুযায়ী টিকার জোগান না থাকায় সবাইকে প্রথম ডোজ় দেওয়া যাচ্ছিল না। তবে মঙ্গলবারের বিশেষ কর্মসূচির ফলে, সে চাহিদা কিছুটা হলেও মিটেছে। প্রণববাবু বলেন, ‘‘আগের চেয়ে টিকার জোগান বেড়েছে। আশা করছি, টিকা পেতে অসুবিধা হবে না।’’
পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ (জনস্বাস্থ্য ও কারিগরি) বাগবুল ইসলাম বলেন, ‘‘তৃতীয় ঢেউ রুখতে ও পুজোর মরসুমের কথায় মাথায় রেখেই টিকাকরণ বাড়ানো হয়েছে। বিশেষ কর্মসূচিও নেওয়া হয়েছে। ১২ বছরের কমবয়সী শিশুদের মায়েদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়ার কাজ চলছে।’’