Death

কেরলে মৃত্যু বাংলার শ্রমিকের

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাপি কেরলে রাজমিস্ত্রির কাজ করতেন। সম্প্রতি কর্মরত অবস্থায় তাঁর মাথায় বড় পাথর পড়ে যায়। আহত অবস্থায় কেরলের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৩ ০৫:৫৪
Share:

—প্রতীকী চিত্র।

বাংলার পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটল কেরলে। মৃত বাপি বাগ (৩৭) পূর্ব বর্ধমানের কালনা ১-এর ধাত্রীগ্রাম মাঠপাড়ার বাসিন্দা ছিলেন। শনিবার তাঁর দেহ বাড়িতে পৌঁছয়।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাপি কেরলে রাজমিস্ত্রির কাজ করতেন। সম্প্রতি কর্মরত অবস্থায় তাঁর মাথায় বড় পাথর পড়ে যায়। আহত অবস্থায় কেরলের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। বৃহস্পতিবার সেখানেই তাঁর মৃত্যু হয়।

ঘটনায় দুঃখপ্রকাশ করে ধাত্রীগ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক চৌধুরী জানান, পঞ্চায়েত থেকে ৪০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে মৃতের পরিবারকে। এ ছাড়া, রাজ্য সরকারও যাতে ক্ষতিপূরণ দেয়, সে চেষ্টা চলছে।

Advertisement

এ দিকে, যুবকের যেখানে বাড়ি, সেই এলাকাতেই রয়েছে দু’টি পুজো মণ্ডপ। বাপির দেহ এলাকায় পৌঁছতেই উৎসবের পরিবেশ বদলে যায় শোকে। বাপির মা পদ্ম বলেন, “পরিবারের অভাব ঘোচাতে ছেলেকে ভিন্-রাজ্যে কাজে যেতে হয়েছিল। পুজোর সময় এমন ঘটনা ঘটবে, দুঃস্বপ্নেও ভাবিনি।” স্ত্রী কল্পনা বাগের বক্তব্য, “স্বামীর দুর্ঘটনার পরে থেকে দু’চোখের পাতা এক করতে পারিনি। ভাবিনি দূরে কাজে গিয়ে বাড়ি ফিরবে ওঁর দেহ।”

প্রসঙ্গত, এই ব্লকেরই নতুনচর এলাকায় দু’জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছিল গুজরাতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement