Cancer

শিশু ক্যানসারে আক্রান্ত, সাহায্য চায় পরিবার

সোমবার ওই গ্রামের চক্রবর্তীপাড়ায় গিয়ে দেখা যায়, মেয়েকে কোলে নিয়ে নাগাড়ে কেঁদে চলেছেন অসহায় মা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কাটোয়া শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২০ ০১:০৯
Share:

প্রতীকী ছবি।

জন্মের চার মাস পরেই বাঁ চোখে টিউমার ধরা পড়ে। তবে টাকার অভাবে উপযুক্ত চিকিৎসা করানো যায়নি। কাটোয়ার গোয়াই গ্রামের ওই পরিবারের দাবি, রোগ বাড়তে বাড়তে এখন ক্যানসারে আক্রান্ত হয়েছে তাঁদের বছর দু’য়েকের মেয়ে। তার একটা চোখ নষ্ট হয় গিয়েছে। অথচ বারবার প্রশাসনের কাছে সাহায্যের আর্জি জানিয়েও লাভ হয়নি বলে অভিযোগ করেছেন তাঁরা। পড়শিদেরও দাবি, সাহায্য না পাওয়ায় পরিবারটি অসহায় হয়ে পড়েছে।

Advertisement

সোমবার ওই গ্রামের চক্রবর্তীপাড়ায় গিয়ে দেখা যায়, মেয়েকে কোলে নিয়ে নাগাড়ে কেঁদে চলেছেন অসহায় মা। যন্ত্রণায় মাঝেমধ্যে কেঁদে উঠছে শিশুটিও। ওই মহিলা জানান, তাঁর স্বামী দিনমজুরের কাজ করে কোনও রকমে সংসার চালান। মেয়ের জন্মের মাস চারেক পরে বাঁ চোখে টিউমার দেখা দেয়। সাধ্যমতো চিকিৎসা করান তাঁরা। কিন্তু, কোনও ফল হয়নি। তাঁর দাবি, ‘‘মাস ছয়েকের মধ্যে টিউমার বড় হয়ে চোখের বাইরে চলে আসে। ততদিনে চোখটা নষ্ট হয়ে যায়।’’ এখন বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসা করাচ্ছেন তাঁরা।

ওই মহিলার দাবি, ‘‘চিকিৎসকেরা জানিয়েছেন, মেয়ের ক্যানসার হয়েছে। বাইরে নিয়ে গিয়ে উপযুক্ত চিকিৎসা করানো দরকার। আমরা গরিব মানুষ। অন্য কোথাও চিকিৎসা করানোর ক্ষমতা নেই।’’ প্রতিবেশী শিশির বন্দ্যোপাধ্যায়, পরেশ মাঝিরা বলেন, ‘‘ওই পরিবারটি খুবই গরিব। মেয়ের চিকিৎসার জন্য আর্থিক সাহায্য পেতে বিভিন্ন জায়গায় গিয়েও ফিরতে হয়েছে তাঁদের। এখন সরকার থেকে কোনও সাহয্য না পেলে বিনা চিকিৎসায় মেয়েটির স্বাস্থ্যের আরও অবনতি হবে।’’

Advertisement

কাটোয়ার মহকুমাশাসক প্রশান্তরাজ শুক্ল ওই শিশুটির বিষয়ে খোঁজ নিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement