arrest

ঝালমুড়ি বিক্রি নিয়ে বিবাদ, বিক্রেতাকে ছুরি দিয়ে কোপানোর অভিযোগে গ্রেফতার বৃদ্ধ

ঝালমুড়ি বিক্রি নিয়ে বিবাদের জেরে বিক্রেতাকে ছুরি দিয়ে কোপানোর অভিযোগে ৬৩ বছরের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পূর্ব বর্ধমানের জামালপুর থানার পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

জামালপুর শেষ আপডেট: ২৫ জুন ২০২৩ ২৩:২১
Share:

ঝালমুড়ি বিক্রি নিয়ে বিবাদের জেরে বিক্রেতাকে ছুরি দিয়ে কোপানোর অভিযোগে ৬৩ বছরের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পূর্ব বর্ধমানের জামালপুর থানার পুলিশ। ধৃতের নাম বিকাশ সাহা। জামালপুর থানার মশাগ্রাম লাইনপাড় এলাকায় তাঁর বাড়ি। শনিবার রাতে বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

Advertisement

পুলিশ জানিয়েছে, মশাগ্রাম স্টেশন বাজারের বাসিন্দা গোপাল মালিক পেশায় ঝালমুড়ি বিক্রেতা। বিকাশও মশাগ্রাম স্টেশন বাজার এলাকায় তাঁর সঙ্গে ঝালমুড়ি বিক্রি করেন। শুক্রবার রাতে ঝালমুড়ি বিক্রি নিয়ে দু’জনের মধ্যে বচসা হয়। রাত ১১টা নাগাদ বিকাশ পেঁয়াজ কাটার ছুরি দিয়ে গোপালের উপর হামলা চালান। তাঁর গলায় ছুরির কোপ মারেন। আর্তনাদ শুনে স্থানীয় বাসিন্দারা এলে বিকাশ পালিয়ে যান। জখম গোপালকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। তাঁর গলায় কয়েকটি সেলাই পড়ে। ঘটনার দিনই গোপাল জামালপুর থানায় অভিযোগ দায়ের করেন।

ধৃতকে রবিবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। ধৃতের হয়ে কোনও আইনজীবী দাঁড়াননি। বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়ে ৭ জুলাই ধৃতকে ফের আদালতে পেশের নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম। ধৃতকে আইনি সাহায্য দেওয়ার জন্য জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন বিচারক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement