BSNL

বিএসএনএলের তার চুরির অভিযোগে বর্ধমানে ধৃত ৬

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার গলসি বাজার এলাকায় মাটি কেটে বিএসএনএলের কেবল চুরির ঘটনা ঘটেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:০৭
Share:

প্রতীকী ছবি।

পূর্ব বর্ধমানের গলসিতে বিএসএনএলের কেবল চুরির ঘটনায় গ্রেফতার ৬ জন। ধৃতদের নাম মাধব মেটে, পলাশ মেটে, সঞ্জু মেটে, হেলু বাগদি, বচ্চন বাগদি এবং দিলীপ বাগ। তাঁদের বাড়ি গলসি থানার মথুরাপুর ও গলিগ্রামে। বুধবার রাতে বাড়ি থেকে তাঁদের গ্রেফতার করা হয়।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার গলসি বাজার এলাকায় মাটি কেটে বিএসএনএলের কেবল চুরির ঘটনা ঘটেছে। একই ভাবে পরের দিন গলসি থানা এলাকায় ভারত কাটআউটের কাছে সার্ভিস রোডের পাশ থেকেও চুরি হয়েছে কেবল। যার জেরে বিএসএনএলের পরিষেবা ব্যাহত হয়। এ নিয়ে বিএসএনএলের তরফে রাজীব বন্দ্যোপাধ্যায় গলসি থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ মাধব, পলাশ, সঞ্জু ও হেলুকে গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে চুরি হওয়া কেবলের বেশ কিছুটা উদ্ধার হয়েছে বলে পুলিশের দাবি।

ধৃতদের বৃহস্পতিবার বর্ধমান সিজেএম আদালতে হাজির করা হয়। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে ২ মার্চ ধৃতদের আবার আদালতে হাজির করানোর নির্দেশ দেন সিজেএম।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement