Accident

চারচাকার ধাক্কায় মৃত্যু দুই মহিলার, আটক ঘাতক গাড়ি

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

ভাতার শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৩ ২৩:৫৬
Share:

—প্রতীকী ছবি।

চারচাকা গাড়ির ধাক্কায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই মহিলার। মঙ্গলবার সন্ধ্যার মুখে দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতার থানার সেলেন্ডা গ্রামের কাছে বলগোনা মালডাঙা রোডে। পুলিশ জানিয়েছে, মৃত দুই মহিলার নাম শেফালি মাঝি (৬৭) ও কল্পনা সাঁতরা (৫৬)। তাঁদের বাড়ি সেলেন্ডা গ্রামেই। ওই ঘটনায় পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করেছে। বুধবার মৃতদেহ দু’টি বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের ময়নাতদন্ত করানো হয়েছে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেলেন্ডা গ্রামের বাসিন্দা শেফালি মাঝি ও কল্পনা সাঁতরা একই পাড়ায় থাকেন। তাঁরা দু’জনে একে অপরের আত্মীয়ও হন। বিকেলের দিকে বাড়ির গবাদিপশু চড়ানোর জন্য মাঠে গিয়েছিলেন ওই দুই মহিলা। স্থানীয়েরা জানান, ছাগল, ভেড়াকে মাঠে ছেড়ে দিয়ে ওই দুই মহিলা সড়কের এক পাশে পাশাপাশি বসেছিলেন। তখনই বলগোনার দিক থেকে মালডাঙার দিকে যাওয়া একটি গাড়ি দুই মহিলাকে সজোরে ধাক্কা দেয়।

পুলিশ সূত্রে খবর, আউশগ্রামের কুরুম্বা গ্রাম থেকে পুজোবাড়ির নিমন্ত্রণ খেয়ে ওই গাড়িতে করে কালনা শহরে বাড়ি ফিরছিল একটি পরিবার। গাড়িতে স্বামী-স্ত্রী ও তাঁদের শিশুসন্তান ছিলেন। প্রত্যক্ষ্যদর্শীরা জানান, গাড়িটির ভীষণ গতি ছিল। দুই মহিলা সড়কপথের একেবারে ধারেই বসেছিলেন। তখনই গাড়িটি বাঁ দিক ঘেঁষে গিয়ে দু’জনকে ধাক্কা দেয়। দুই মহিলাই ছিটকে পড়েন। এর পর গাড়িটি কিছুটা এগিয়েও যায়। তখন স্থানীয় বাসিন্দারা গাড়িটি আটকে দেন।

Advertisement

জখম দুই মহিলাকে উদ্ধার করে ভাতার ব্লক হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা দু’জনকেই বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দেন। বর্ধমানে নিয়ে যাওয়ার তোড়জোড় করার সময় মৃত্যু হল শেফালির। তার পর কল্পনাকে বর্ধমানে নিয়ে যাওয়ার পর রাতেই চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় তাঁর। স্থানীয়েরা মৃত দু’জনের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement