Bandel

Bandel Station: বিশ্বের সবচেয়ে বড় ইন্টারলকিং সিস্টেম, ব্যান্ডেল স্টেশনকে স্বীকৃতি দিল রেল

বিশ্বের সবচেয়ে বড় ‘রুট ইলেকট্রিক্যাল ইন্টারলকিং সিস্টেমের’ জন্য ব্যান্ডেল জংশনকে স্বীকৃতি দিল রেল। ‘গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকডর্স’-এও নাম পাঠানো হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ব্যান্ডেল শেষ আপডেট: ২৫ জুন ২০২২ ০৩:১৩
Share:

ফাইল চিত্র।

বিশ্বের সবচেয়ে বড় ‘রুট ইলেকট্রিক্যাল ইন্টারলকিং সিস্টেমের’ জন্য ব্যান্ডেল জংশনকে স্বীকৃতি দিল রেল। ‘গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকডর্স’-এ অর্ন্তভুক্তির জন্য ইতিমধ্যেই ব্যান্ডেল স্টেশনের নাম পাঠানো হয়েছে। তার আগে স্বীকৃতি এল রেলের কাছ থেকে।

Advertisement

প্রসঙ্গত, এই ইন্টারলকিং সিস্টেমে কাজের জন্য গত ২৭ মে থেকে বিকাল ৩টে থেকে ট্রেন চলাচল বন্ধ ছিল ব্যান্ডেলে। ৩০ মে থেকে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এই কাজের জন্য প্রায় ৭২ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তিও হয় ওই ক’দিন। কাজ শেষ হয়ে গেলেও ট্রেন চলাচল স্বাভাবিক হতে আরও বেশ কিছু দিন সময় লাগে। এক হাজার দুই রুটের এই ইন্টারলকিং সিস্টের বিশ্বের আর কোথাও নেই বলে রেলের দাবি। রেলের পক্ষ থেকে টুইট করে এই বার্তা জানানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement