পার্থের কাছে গিয়ে ‘আশ্বস্ত’ বৈশাখী

এ দিন দুপুরে পার্থবাবুর নাকতলার বাড়িতে দেখা করতে যান কলকাতার একটি কলেজের ভারপ্রাপ্ত শিক্ষিকা বৈশাখী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ অগস্ট ২০১৯ ০২:১৫
Share:

—ফাইল চিত্র।

শেষ পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়ের উপরেই ‘আস্থা’ রাখলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এত দিন যাঁকে তিনি ‘চক্রান্তকারী’ বলছিলেন, শুক্রবার তাঁকেই বললেন ‘স্যার’। দাবি করলেন, তিনি দিতে চাইলেও শিক্ষামন্ত্রী তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেননি।

Advertisement

এ দিন দুপুরে পার্থবাবুর নাকতলার বাড়িতে দেখা করতে যান কলকাতার একটি কলেজের ভারপ্রাপ্ত শিক্ষিকা বৈশাখী। তিনি যে শিক্ষামন্ত্রীর কাছে যাবেন, সে কথা অবশ্য বৃহস্পতিবারই জানিয়েছিলেন। এ দিন পার্থবাবুর সঙ্গে বৈঠক সেরে বৈশাখী বলেন, ‘‘আমি স্যারকে পদত্যাগ পত্র দিতে চেয়েছিলাম। উনি বলেছেন, আগে ঘটনার তদন্ত হোক, তারপর পদত্যাগের প্রশ্ন। যত দিন তদন্ত চলবে, তত দিন আমি কলেজে যাব না। যদি দোষী সাব্যস্ত হই, শাস্তি মাথা পেতে নেব।’’ তদন্তের নির্দেশের কথা বলেছেন পার্থবাবুও।

দিন দু’য়েক আগে মিল্লি আম আমিন কলেজের ভার প্রাপ্ত শিক্ষিকা বৈশাখী অভিযোগ করেন, শিক্ষামন্ত্রীর ‘চক্রান্তে’ কলেজের এক শিক্ষিকা তাঁর বিরুদ্ধে ‘মিথ্যা’ অভিযোগ করছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement