জলাভূমি-কমিটি থেকে ইস্তফা বৈশাখীর

পূর্ব কলকাতা জলাভূমি পরিচালন পর্ষদের কমিটি থেকে ইস্তফা দিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ইস্তফাপত্র তিনি নতুন দায়িত্বপ্রাপ্ত পরিবেশমন্ত্রী শুভেন্দু অধিকারীর দফতরে পাঠিয়ে দিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ জুন ২০১৮ ০৪:০৬
Share:

বৈশাখী বন্দ্যোপাধ্যায়

পূর্ব কলকাতা জলাভূমি পরিচালন পর্ষদের কমিটি থেকে ইস্তফা দিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ইস্তফাপত্র তিনি নতুন দায়িত্বপ্রাপ্ত পরিবেশমন্ত্রী শুভেন্দু অধিকারীর দফতরে পাঠিয়ে দিয়েছেন। শোভন চট্টোপাধ্যায় পরিবেশমন্ত্রী থাকাকালীন বৈশাখীকে ওই পর্ষদের সদস্য করেছিলেন। রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা বৈশাখী কেন জলাভূমি পরিচালন পর্ষদে স্থান পেলেন তা নিয়ে তখন প্রশ্নও উঠেছিল। এ বার শোভনবাবুর হাত থেকে পরিবেশ দফতর চলে যাওয়ার পরেই বৈশাখীর পদত্যাগ নিয়েও তাই প্রশ্ন উঠেছে। বৈশাখী নিজে অবশ্য বলেছেন, ‘‘আগের মন্ত্রী আমাকে চিনতেন। পরিবেশ সংক্রান্ত নীতি প্রণয়নে আমার কাজ সম্পর্কেও ওয়াকিবহাল ছিলেন উনি। কিন্তু নতুন মন্ত্রীর সঙ্গে আমার ব্যক্তিগত আলাপ নেই। তা ছাড়া, নতুন মন্ত্রী নিজের মতো করে কাজ করতে চাইবেন। তাই পদ আটকে রাখতে চাইনি।’’ তবে শুভেন্দুর কাছ থেকে প্রস্তাব পেলে তিনি ওই কমিটিতে ফের ফিরতেও পারেন বলে জানিয়েছেন।

Advertisement

বৈশাখীকে কি আবার ওই কমিটিতে ফিরিয়ে নেওয়া হবে? এই প্রশ্নে শুভেন্দু বলেন, ‘‘আমি এখনও পরিবেশ দফতরের কাজ শুরু করিনি। সোমবার দফতরে গিয়ে বিষয়টি দেখব। তখন যা বলার বলব।’’ তবে শুভেন্দুর ঘনিষ্ঠমহল সূত্রের খবর, পুরনো কোনও কমিটি ভেঙে দেওয়ার পরিকল্পনা তাঁর নেই। পুরনো কমিটির কাউকে ইস্তফা দিতে তাঁর তরফে কোনও বার্তাও দেওয়া হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement