CPIM Leader Bail

জামিন মঞ্জুর চার বাম নেতা-নেত্রীর

খাদ্য আন্দোলনের ‘শহিদদের’ স্মরণে ২০২৩-এ নিউ মার্কেট থানা এলাকায় একটি কর্মসূচিকে কেন্দ্র করে ওই চার জনের বিরুদ্ধে মামলা করেছিল পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪ ১০:০২
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

অবৈধ জমায়েত, ফুটপাত দখল-সহ নানা অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, দলের নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় এবং সিপিআইয়ের রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত বন্ডে জামিন দিল আদালত। খাদ্য আন্দোলনের ‘শহিদদের’ স্মরণে ২০২৩-এ নিউ মার্কেট থানা এলাকায় একটি কর্মসূচিকে কেন্দ্র করে ওই চার জনের বিরুদ্ধে মামলা করেছিল পুলিশ। তাঁদের পলাতক দেখিয়ে চার্জশিট দেয় নিউ মার্কেট থানা। ওই মামলাতেই এ দিন কলকাতার ৬ নম্বর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্রীপর্ণা রাউতের এজলাসে আত্মসমর্পণ করে ব্যক্তিগত বন্ডে জামিন পান চার বাম নেতানেত্রী। মামলার এ দিন চার্জ গঠন হয়েছে। বাম নেতৃত্বের আইনজীবী ইয়াসিন রহমান বলেন, “মামলায় সাক্ষ্য গ্রহণের দিন আগামী ২৮ মার্চ ধার্য হয়েছে।” সেলিমের বক্তব্য, “নিউ মার্কেটে বৃষ্টিতে ভিজে আমরা সমাবেশ করেছিলাম। পুলিশ আমাদের বিরুদ্ধে এমন অনেক মিথ্যা মামলা দায়ের করেছে। এই করে বিরোধীদের দমানো যাবে না।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement