বিধায়ক বিশ্বজিৎ দাস। — ফাইল চিত্র।
মা সারদার পরে এ বার রানি রাসমণি। তৃণমূল নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বরেণ্য ব্যক্তিদের তুলনা টেনে বার বারই বিতর্কে জড়াচ্ছেন। মা সারদা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে জন্ম নিয়েছেন বলে ক’দিন আগে মন্তব্য করে সমালোচনা কুড়িয়েছেন তৃণমূলের চিকিৎসক-বিধায়ক নির্মল মাজি। এ বার রানি রাসমণির সঙ্গে মমতার তুলনা টেনে নিন্দার মুখে পড়লেন উত্তর ২৪ পরগনার বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস।
বিশ্বজিতের একটি ভিডিয়ো বার্তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে (আনন্দবাজার পত্রিকা তার সত্যতা যাচাই করেনি)। তবে ভিডিয়োয় বক্তব্য যে তাঁরই, অস্বীকার করছেন না বিশ্বজিৎ। রবিবার বনগাঁ শহরে তৃণমূল কর্মীদের এক সভায় বিশ্বজিৎ বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আমি রানি রাসমণির ছায়া খুঁজে পাচ্ছি। আগামী একশো বছর পরেও মানুষের স্মৃতির মণিকোঠায় থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেমন রয়েছেন রানি রাসমণি।’’ বিশ্বজিতের যুক্তি, রানি রাসমণি সমাজের পিছিয়ে পড়া গরিব মানুষের পাশে দাঁড়িয়ে লড়াই করেছিলেন। রাসমণির নানা কৃতিত্ব উল্লেখ করে বিশ্বজিৎ বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সিঙ্গুর-নন্দীগ্রামের মানুষের পাশে দাঁড়িয়েছিলেন রাসমণির মতোই।’’
বনগাঁর সিপিএম নেতা পীযূষকান্তি সাহা বলেন, ‘‘উনি পাগলের প্রলাপ বকছেন। এ সব ভুলভাল কথা।’’ বিজেপি নেতা দেবদাস মণ্ডলের কথায়, ‘‘উনি বাগদা থেকে বিজেপির টিকিটে জিতে তৃণমূলে যোগ দিয়েছেন৷ লাস্ট বেঞ্চে রয়েছেন। সামনের বেঞ্চে যাওয়ার জন্য এ সব কথা বলছেন। মানুষ সব শুনে হাসছেন। ওঁর (বিশ্বজিৎ) পড়াশোনা করা উচিত।’’
তবে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি গোপাল শেঠ বলেন, ‘‘আমাদের কাছে সব মনীষীর উপরে মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্বজিৎ ঠিক কথাই বলেছেন।’’