Babul Supriyo

Babul Supriyo: ‘অন্তত এঁদের সঙ্গে আর কাজ করতে হবে না’, একযোগে দিলীপ-কুণালকে কটাক্ষ বাবুলের

বাবুল যতই পোস্ট করুন ফেসবুকে, ইস্তফা না দেওয়া পর্যন্ত তা নাটকের চিত্রনাট্য হয়েই থাকবে বলে ফের পাল্টা কটাক্ষ করেছেন কুণাল ঘোষ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০১ অগস্ট ২০২১ ১০:৫৮
Share:

বাবুল-কুণালকে কটাক্ষ বাবুলের।

রাজ্য নেতৃত্বের সঙ্গে মতান্তরের কথা নিজে থেকেই তুলে ধরেছিলেন। নির্দিষ্ট করে কারও নাম মুখে আনেননি। কিন্তু রাজনীতি ছাড়ার লগ্নে এ বার সরাসরি দিলীপ ঘোষের উদ্দেশে কটাক্ষ ছুড়ে দিলেন বাবুল সুপ্রিয়। রাজনীতি থেকে বাবুলের সন্ন্যাস নিয়ে প্রতিক্রিয়া দেওয়ার সময় ব্যঙ্গের সুর ধরা পড়েছিল বিজেপি-র রাজ্য সভাপতির গলায়। তা নিয়েই প্রকাশ্যে দিলীপকে বিঁধলেন বাবুল। তাঁর দাবি, আর যাই হোক না কেন, রাজনীতি থেকে সরে গেলে অন্তত রোজ রোজ এই ধরনের ব্যক্তি এবং তাঁদের নির্বুদ্ধিতার মুখোমুখি হতে হবে না তাঁকে।

Advertisement

ঘটনার সূত্রপাত শনিবার। আচমকাই ফেসবুকে রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার কথা ঘোষণা করেন আসানসোলের সাংসদ বাবুল। সাংসদ পদ থেকেও ইস্তফা দেবেন বলে জানান। তা নিয়ে রাজ্য বিজেপি-তে যখন শোরগোল, সেই সময় বাবুলের সিদ্ধান্ত নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ব্যঙ্গাত্মক সুরে দিলীপ বলেন, ‘‘মাসির গোঁফ হলে তবেই মাসি বলব না মেসো বলব, তা ঠিক করব। আগে তো মাসির গোঁফ হোক।’’

অন্য দিকে, সংসদে গিয়ে ইস্তফা না দিয়ে ফেসবুকে বাবুল ‘নাটক’ করছেন বলে মন্তব্য করেন তৃণমূলের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষও। টুইটারে তিনি লেখেন, ‘লোকসভা চলছে। স্পিকার বসে আছেন। সেখানে ইস্তফা না দিয়ে ফেসবুকে নাটক। ছাড়ার ইচ্ছে নেই। দৃষ্টি আকর্ষণের মরিয়া চেষ্টা। শোলে-তে জলে ট্যাঙ্কে উঠে ধর্মেন্দ্র আত্মহত্যার হুমকির মতো। আসলে উনি গান করতেন। এখন নাটক করছেন।’’

Advertisement
আরও পড়ুন:

এই নিয়ে জবাব দিতে গিয়েই একযোগে দিলীপ এবং কুণালকে আক্রমণ করেছেন বাবুল। রবিবার ভোর চারটে নাগাদ সংবাদমাধ্যমে প্রকাশিত দিলীপ এবং কুণালের মন্তব্য উদ্ধৃত করে তিনি লেখেন, ‘কিছু মানুষ নিজেদের রুচি অনুযায়ী ভাষার ব্যবহার করেছেন...অন্তত দেখুন, এই ধরনের ব্যক্তিত্ব এবং কদাকার মন্তব্যের সঙ্গে তো আর রোজ রোজ ডিল করতে হবে না...নীচে দু’টি টাটকা উদাহরণ দিলাম...প্রথম উক্তিটির সৌজন্যে শ্রী কুণাল ঘোষ আর দ্বিতীয়টির শ্রীমান দিলীপ ঘোষ...।’

বাবুলের কটাক্ষ নিয়ে কোনও মন্তব্য করেননি দিলীপ। তবে টুইটারে এর প্রতিক্রিয়া দিয়েছেন কুণাল। তিনি লেখেন, ‘বাবুল বেচারির ঘুম হয়নি। ভোররাতে ফেসবুকে আমাকে আক্রমণ !! আরে, এত কথার কী আছে? আমি লিখেছি ওর ইস্তফার পোস্ট নাটক। ও স্পিকারকে ইস্তফাপত্র দিয়ে প্রমাণ করে দিক ও নাটক করেনি। নাহলে যত পোস্টই করুক, তা নাটকের চিত্রনাট্যই থাকবে। আমি কোনও অসংসদীয় শব্দ লিখিনি।নাটক ধরা পড়ায় ওর কষ্ট !’

(এই খবর প্রথম প্রকাশের সময় ফেসবুক পোস্টে বাবুল সুপ্রিয়র বক্তব্যে ‘আনকুথ’ শব্দটির অর্থ ‘নির্বোধ’ লেখা হয়েছিল। তবে এ ক্ষেত্রে এর বাংলা কদাকার, বিশ্রী, বিসদৃশ বা অমার্জিত হওয়াই বাঞ্ছনীয়)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement